
শ্রীনগর, ৩০ ডিসেম্বর (হি.স.) : কাশ্মীর উপত্যকায় সড়ক নিরাপত্তা ব্যবস্থায় উল্লেখযোগ্য অগ্রগতি লক্ষ্য করা গেছে বলে জানিয়েছেন ট্রাফিক রুরাল কাশ্মীরের সিনিয়র পুলিশ সুপার (এসএসপি) রবীন্দ্র পাল সিং। মঙ্গলবার সাংবাদিকদের তিনি জানান, ২০২৫ সালে সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ২০২ জনের, যা আগের বছরের তুলনায় কম।
এসএসপি জানান, ২০২৪ সালে যেখানে সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল ২৭৯ জনের, সেখানে ২০২৫ সালে সেই সংখ্যা উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। তিনি বলেন, ট্রাফিক পুলিশের মূল লক্ষ্য শাস্তি দেওয়া নয়, বরং মানুষের মূল্যবান জীবন রক্ষা ও সড়ক দুর্ঘটনা কমানো।
রবীন্দ্র পাল সিং জানান, ২০২৫ সালে ট্রাফিক আইন লঙ্ঘনের অভিযোগে ৩ লক্ষের বেশি চালান ইস্যু করা হয়েছে, যার মাধ্যমে ১১.২৪ কোটি টাকারও বেশি রাজস্ব আদায় হয়েছে। একইসঙ্গে বিভিন্ন অভিযানে একাধিক যানবাহনও আটক করা হয়েছে।
তিনি আরও জানান, ২০২৫ সালে শুরু হওয়া ট্রাফিক সচেতনতা ও প্রয়োগমূলক কর্মসূচি ২০২৬ সালেও একই আন্তরিকতা ও দৃঢ়তার সঙ্গে চালানো হবে। সাধারণ মানুষের মধ্যে ট্রাফিক নিয়ম সম্পর্কে সচেতনতা বেড়েছে বলেও তিনি উল্লেখ করেন।
এসএসপি জানান, ভবিষ্যতে স্কুল, কলেজ, বাস ও গাড়ির স্ট্যান্ড-সহ বিভিন্ন জনবহুল এলাকায় সচেতনতা অভিযান আরও জোরদার করা হবে। দুর্ঘটনা কমাতে এনসিসি ক্যাডেটসহ বিভিন্ন অংশীদারদের যুক্ত করা হবে এবং প্রয়োজন অনুযায়ী ট্রাফিক পরিকাঠামোও উন্নত করা হবে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য