মণিপুরের কাংপোকপি জেলায় একাধিক নিরপত্তা সংস্থার অভিযানে ৩৫ একর আফিম পোস্ত ক্ষেত ধ্বংস
কাংপোকপি (মণিপুর), ৩০ ডিসেম্বর (হি.স.) : মণিপুরের কাংপোকপি জেলার লাংখং (সাইসিজাং) পাহাড়ি এলাকায় প্রায় ৩৫ একর জমিতে চাষকৃত আফিম পোস্ত ধ্বংস করেছে একাধিক নিরাপত্তা সংস্থা। আজ রাজ্য পুলিশ সদর দফতর সূত্রে জানা গেছে, সোমবার গোটা দিন রাজ্য পুলিশ, সেন্
অস্থায়ী ঘর ধ্বংস করেছে


কাংপোকপি (মণিপুর), ৩০ ডিসেম্বর (হি.স.) : মণিপুরের কাংপোকপি জেলার লাংখং (সাইসিজাং) পাহাড়ি এলাকায় প্রায় ৩৫ একর জমিতে চাষকৃত আফিম পোস্ত ধ্বংস করেছে একাধিক নিরাপত্তা সংস্থা।

আজ রাজ্য পুলিশ সদর দফতর সূত্রে জানা গেছে, সোমবার গোটা দিন রাজ্য পুলিশ, সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স, বন বিভাগ এবং নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো-র সমন্বয়ে গঠিত যৌথ টাস্ক ফোর্স মাদক চাষের বিরুদ্ধে এই অভিযান পরিচালনা করেছে। সূত্রের দাবি, চলতি বছরে কাংপোকপি জেলায় অন্যতম বৃহৎ আফিম পোস্ত ক্ষেত ধ্বংস করা হয়েছে।

সূত্র জানিয়েছে, নিরাপত্তা বাহিনী অবৈধ কার্যকলাপে জড়িত চাষিদের ১২টি অস্থায়ী ঘর ধ্বংস করেছে। অভিযানে ১৩ বস্তা সার, ১৯ বোতল রাউন্ডআপ আগাছানাশক এবং ১৬ বস্তা লবণ বাজেয়াপ্ত করে পুড়িয়ে ফেলা হয়েছে, জানিয়েছে পুলিশের সূত্রটি। এছাড়া আফিম চাষে ব্যবহৃত স্প্রে পাম্প, সেচের পাইপ এবং অতিরিক্ত আগাছানাশক সহ অন্যান্য সরঞ্জামও বাজেয়াপ্ত করে ঘটনাস্থলেই ধ্বংস করা হয়েছে, যাতে ভবিষ্যতে এগুলোর আর ব্যবহার না করা যায়।

যৌথ টাস্ক ফোর্স অভিযান চালাতে এসেছে টের পেয়ে অবৈধ আফিম ক্ষেতের চাষিরা এলাকা ছেড়ে পালিয়ে যাওয়ায় কাউকে গ্রেফতারের করা যায়নি, জানিয়েছে সূত্রটি।

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande