তাহেরপুর নেতাজি পার্কে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা , মতুয়া সহ সর্বস্তরের মানুষের উদ্দেশ্যে বিশেষ বার্তা
নদীয়া, ৩০ ডিসেম্বর ( হি. স.) : আগামী ৯ জানুয়ারি নদীয়ার তাহেরপুর নেতাজি পার্ক মাঠে সভা করতে আসছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই মাঠেই একসময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভা করার কথা থাকলেও তিনি আস
তাহেরপুর


নদীয়া, ৩০ ডিসেম্বর ( হি. স.) : আগামী ৯ জানুয়ারি নদীয়ার তাহেরপুর নেতাজি পার্ক মাঠে সভা করতে আসছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই মাঠেই একসময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভা করার কথা থাকলেও তিনি আসতে পারেননি। সেই প্রসঙ্গ টেনেই এবার মতুয়া সমাজকে কেন্দ্র করে বিশেষ বার্তা দিতে চলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, এমনটাই জানিয়েছেন রানাঘাট দক্ষিণ সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিরা।দলীয় সূত্রে জানা গেছে, আগামী ৯ জানুয়ারি নদীয়ায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মোট দুটি সভা রয়েছে—একটি রানাঘাটে এবং অপরটি কৃষ্ণনগরে। এই কর্মসূচিকে ঘিরে ইতিমধ্যেই তৎপরতা শুরু হয়েছে তৃণমূল শিবিরে। সোমবার রাতে রানাঘাট দক্ষিণ সাংগঠনিক জেলার জেলা সভাপতি, একাধিক তৃণমূল বিধায়ক ও শীর্ষ নেতৃত্বরা তাহেরপুর নেতাজি পার্ক মাঠ পরিদর্শন করেন। মাঠ পরিদর্শনে জেলা সভাধিপতি তারান্নুম সুলতানা মীর সহ প্রশাসনের একাধিক আধিকারিকও উপস্থিত ছিলেন।এ বিষয়ে শান্তিপুর বিধানসভার তৃণমূল বিধায়ক ব্রজ কিশোর গোস্বামী জানান, “৯ জানুয়ারি তাহেরপুরের সভা থেকেই ২০২৬ সালের নির্বাচনের বীজ বপন করবে তৃণমূল কংগ্রেস। শুধু মতুয়াদের জন্য নয়, নমঃশূদ্র উদ্বাস্তু, বৈষ্ণব সহ সকল সম্প্রদায়ের মানুষের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বার্তা দেবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।”মাঠ পরিদর্শনের পর থেকেই সভা সফল করতে জোরকদমে প্রস্তুতি শুরু করেছে তৃণমূল কংগ্রেস।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande