
মরক্কো, ৩০ ডিসেম্বর (হি.স.) : আফ্রিকান কাপ অব নেশন্সে গ্রুপ 'এ' থেকে শেষ ষোলো নিশ্চিত করেছে মরক্কো ও মালি। গ্রুপপর্বের শেষ ম্যাচে জাম্বিয়াকে হারিয়েছে মরক্কো, গ্রুপের অপর ম্যাচে কোমোরোসের সঙ্গে ড্র করেও শেষ ষোলোতে গেছে মালি।
গ্রুপে নিজেদের শেষ ম্যাচে জাম্বিয়াকে ৩-০ গোলে হারায় মরোক্কো। দীর্ঘদিন মাঠের বাইরে থাকার পর আফ্রিকার বর্ষসেরা ফুটবলার আশরাফ হাকিমি এই ম্যাচে ফিরেছেন। মরক্কোর হয়ে জোড়া গোল করেছেন এল কাবি। বাকি গোলটি করেন ব্রাহিম দিয়াজ।
গ্রুপের আরেক ম্যাচে মালি গোলশূন্য ড্র করেছে কোমোরোসের সঙ্গে। গ্রুপের তিন ম্যাচেই ড্র করেছে মালি, তাতেই শেষ ষোলোতে পৌঁছেছে তারা।
এদিকে গ্রুপ 'বি' থেকে শেষ ষোলোর টিকিট কেটেছে মিশর এবং দক্ষিণ আফ্রিকা। মিশর নিজেদের শেষ গ্রুপ ম্যাচে অ্যাঙ্গোলার সঙ্গে গোলশূন্য ড্র করে।
জিম্বাবুয়ের বিপক্ষে ৩-২ গোলে জয় পায় দক্ষিণ আফ্রিকা। ম্যাচটি ড্র করলেও শেষ ষোলো নিশ্চিত ছিল দক্ষিণ আফ্রিকার।
---------------
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি