বাংলাদেশে নিপীড়িত হিন্দুদের রক্ষার জন্য ভারত সরকারের কাছে আবেদন সনাতনী সংসদের
কলকাতা, ৩০ ডিসেম্বর (হি.. স. ) : বাংলাদেশের পরিস্থিতি দিন দিন আরো খারাপ হচ্ছে। সেখানকার নিপীড়িত হিন্দুদের রক্ষার জন্য ভারত সরকারের কাছে আবেদন রেখেছে সনাতনী সংসদ। মঙ্গলবার কলকাতা প্রেস ক্লাব এক সাংবাদিক সম্মেলনে সনাতনী সংসদের সাধারণ সম্পাদক রক্তিম
সনাতনী সংসদের সাংবাদিক সম্মেলন প্রেস ক্লাবে


কলকাতা, ৩০ ডিসেম্বর (হি.. স. ) : বাংলাদেশের পরিস্থিতি দিন দিন আরো খারাপ হচ্ছে। সেখানকার নিপীড়িত হিন্দুদের রক্ষার জন্য ভারত সরকারের কাছে আবেদন রেখেছে সনাতনী সংসদ। মঙ্গলবার কলকাতা প্রেস ক্লাব এক সাংবাদিক সম্মেলনে সনাতনী সংসদের সাধারণ সম্পাদক রক্তিম দাস এই প্রসঙ্গে বলেন, ওপারে অর্থাৎ ভারতের অপর পাড়েই রয়েছে প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ। মাঝখানে আবহমান কাল ধরেই নদী বয়ে গেছে। সেখানে হিন্দুদের নির্মূল করার জন্যে অপচেষ্টা চলছে। ভারত সরকারের সবার আগে উচিত ছিল নিপীড়িত হিন্দুদের পাশে দাঁড়ানো । এদিনের আলোচনাচক্রের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সহবাগ আন্দোলনের প্রতিবাদী বাপ্পাদিত্য বসু, প্রাক্তন নৌ - সেনাকর্তা বিমল কুমার চন্দ্র, ব্রহ্ম বিদ্যানন্দ মহারাজ, আইনজীবী জয়দীপ মুখোপাধ্যায়, শঙ্কুদেব পান্ডা, কৌশিক অধিকারী প্রমুখ।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande