বাবুঘাটে এসটিএফের অভিযানে আগ্নেয়াস্ত্র ও কার্তুজ সহ আটক দুই, চাঞ্চল্য কলকাতায়
কলকাতা, ৩০ ডিসেম্বর ( হি. স.) : কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ)-এর অভিযানে বাবুঘাট এলাকা থেকে আগ্নেয়াস্ত্র ও বিপুল পরিমাণ কার্তুজ সহ দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। মঙ্গলবার গোপন সূত্রে খবর পেয়ে বাবুঘাটে অভিযান চালায় এসটিএফ। অভিযানে সন
অস্ত্র উদ্ধার


কলকাতা, ৩০ ডিসেম্বর ( হি. স.) : কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ)-এর অভিযানে বাবুঘাট এলাকা থেকে আগ্নেয়াস্ত্র ও বিপুল পরিমাণ কার্তুজ সহ দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। মঙ্গলবার গোপন সূত্রে খবর পেয়ে বাবুঘাটে অভিযান চালায় এসটিএফ। অভিযানে সন্দেহজনক দুই ব্যক্তিকে আটক করে তাদের ব্যাগ তল্লাশি করা হলে বিপজ্জনক অস্ত্র ও গুলি উদ্ধার হয়।এসটিএফ সূত্রে জানা গেছে, আটক দু’জনের কাছে থাকা একটি ব্যাগ থেকে উদ্ধার হয়েছে দুটি আগ্নেয়াস্ত্র, ২০ থেকে ২২টি কার্তুজ, একটি মোটরবাইকের চাবি, ৬৮৫ টাকা নগদ এবং একটি মোবাইল ফোন। উদ্ধার হওয়া সমস্ত সামগ্রী আইন মেনে বাজেয়াপ্ত করা হয়েছে।প্রাথমিক তদন্তে এখনও পর্যন্ত আটক ব্যক্তিদের পরিচয় ও ঠিকানা নিশ্চিত করা যায়নি। তবে এসটিএফ আধিকারিকদের অনুমান, তারা বিহার অথবা অন্য কোনও রাজ্য থেকে এই আগ্নেয়াস্ত্র ও কার্তুজ নিয়ে আসছিল। এই অস্ত্রগুলি কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল এবং কী উদ্দেশ্যে ব্যবহার করার পরিকল্পনা ছিল, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। আটক দু’জনকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে এসটিএফ। পাশাপাশি উদ্ধার হওয়া অস্ত্র ও গুলির উৎস জানতে বিভিন্ন দিক থেকে তদন্ত চালানো হচ্ছে। ঘটনার পর বাবুঘাট এলাকায় নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande