আম্বেদকর হাসপাতালে জটিল বক্ষ ক্যান্সারের সফল চিকিৎসা
রায়পুর, ৩০ ডিসেম্বর (হি.স.) : ছত্তিশগড়ের ডা. ভীমরাও আম্বেদকর স্মৃতি চিকিৎসালয়, রায়পুরে এক যুবকের বুকে বিরল ও জটিল ক্যান্সারের সফল অস্ত্রোপচার করে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করল ক্যান্সার সার্জারি বিভাগ। মেডিয়াস্টাইনাল জার্ম সেল টিউমারে আক্রান্ত ২৯ বছ
রায়পুরের আম্বেদকর হাসপাতালে জটিল বক্ষ ক্যান্সারের সফল চিকিৎসা


রায়পুর, ৩০ ডিসেম্বর (হি.স.) : ছত্তিশগড়ের ডা. ভীমরাও আম্বেদকর স্মৃতি চিকিৎসালয়, রায়পুরে এক যুবকের বুকে বিরল ও জটিল ক্যান্সারের সফল অস্ত্রোপচার করে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করল ক্যান্সার সার্জারি বিভাগ। মেডিয়াস্টাইনাল জার্ম সেল টিউমারে আক্রান্ত ২৯ বছর বয়সের এক যুবককে জটিল অস্ত্রোপচারের মাধ্যমে নতুন জীবন ফিরিয়ে দেওয়া হয়েছে।

মঙ্গলবার চিকিৎসালয় সূত্রে জানা গেছে, রোগী দীর্ঘদিন ধরে শ্বাসকষ্ট ও তীব্র বুকের ব্যথায় ভুগছিলেন। প্রাথমিকভাবে তাঁর চিকিৎসা চলছিল এইমস রায়পুরে। বায়োপসি পরীক্ষায় ধরা পড়ে বুকে ফুসফুসের মাঝামাঝি অংশে অবস্থিত বিরল ক্যান্সার—মেডিয়াস্টাইনাল জার্ম সেল টিউমার।

উচ্চ ঝুঁকির কারণে প্রথমে জানুয়ারি থেকে জুন ২০২৫ পর্যন্ত ছ’দফা কেমোথেরাপি দেওয়া হয়। এতে টিউমারের আকার উল্লেখযোগ্যভাবে কমে আসে। এরপর রোগীকে আম্বেদকর স্মৃতি চিকিৎসালয়ের ক্যান্সার সার্জারি বিভাগে স্থানান্তর করা হয়।

ক্যান্সার সার্জারি বিভাগের প্রধান ডা. আশুতোষ গুপ্ত জানান, সমস্ত মেডিক্যাল রিপোর্ট পর্যালোচনা করে হৃদরোগ ও অ্যানাস্থেশিয়া বিভাগের সঙ্গে সমন্বয় করে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়া হয়। প্রায় ৩–৪ ঘণ্টার জটিল অস্ত্রোপচারে বাম ফুসফুসের একটি অংশসহ টিউমার সম্পূর্ণভাবে অপসারণ করা সম্ভব হয়। অস্ত্রোপচার সফল হয়েছে এবং বর্তমানে রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। নিয়মিত ফলোআপে রয়েছেন তিনি।

এই অস্ত্রোপচারে ডা. কে.কে. সাহু, ডা. কিষাণ সোনি, ডা. গুঞ্জন আগরওয়াল, ডা. সুশ্রুত আগরওয়াল, ডা. সমৃদ্ধ, ডা. লাবণ্য, ডা. সোনম ও ডা. অনিল সহ চিকিৎসক দল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

এদিন চিকিৎসকরা জানান, মেডিয়াস্টাইনাল জার্ম সেল টিউমার সাধারণত ২০ থেকে ৪০ বছর বয়সি পুরুষদের মধ্যে দেখা যায়। কাশি, শ্বাসকষ্ট ও বুকে ব্যথা এর প্রধান উপসর্গ। সময়মতো রোগ নির্ণয় ও যথাযথ কেমোথেরাপি ও সার্জারির মাধ্যমে চিকিৎসা করলে এই রোগে পাঁচ বছরের বেশি সময় বেঁচে থাকার সম্ভাবনা ৯০ শতাংশেরও বেশি।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande