
রানিনগর, ৩০ ডিসেম্বর ( হি. স.) : মঙ্গলবার ভারত–বাংলাদেশ সীমান্তবর্তী মুর্শিদাবাদের রানিনগরের গোধনপাড়া ঘোষপাড়া এলাকায় বিপুল পরিমাণ বোমা উদ্ধারে চরম আতঙ্ক ছড়াল। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে পুলিশ পাঁচটি ব্যাগ ভর্তি বোমা উদ্ধার করেছে। এত বিপুল বিস্ফোরক মজুত ঘিরে গোটা এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।স্থানীয় সূত্রে জানা গেছে, ঘোষপাড়া এলাকায় রাস্তার ধারে সন্দেহজনক অবস্থায় কয়েকটি ব্যাগ পড়ে থাকতে দেখে প্রথমে এলাকাবাসীর সন্দেহ হয়। সঙ্গে সঙ্গে বিষয়টি পুলিশকে জানানো হলে ঘটনাস্থলে পৌঁছয় রানিনগর থানার পুলিশ। ব্যাগগুলি খুলে দেখতেই পুলিশ বিপজ্জনক বোমা ও বিস্ফোরকের অস্তিত্ব পায়। এরপরই সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে পুরো এলাকা ঘিরে ফেলা হয় এবং নিরাপত্তা আরও জোরদার করা হয়।প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, বড়সড় নাশকতার ছক কষা হচ্ছিল। তবে কে বা কারা এই বিস্ফোরক মজুত করেছিল এবং কী উদ্দেশ্যে সেগুলি রাখা হয়েছিল, তা এখনও স্পষ্ট নয়। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। বোমাগুলি নিষ্ক্রিয় করতে বিশেষ বোমা নিষ্ক্রিয়কারী দলকে ডাকা হয়েছে।এই ঘটনার জেরে স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। সীমান্তবর্তী এলাকায় নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশাসনের ভূমিকা প্রশ্নের মুখে পড়েছে। গোটা ঘটনার তদন্ত চলছে।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়