৭৫ বছরের বেশি সময় লোকচক্ষুর আড়ালে থাকা ব্র্যাডম্যানের সেই ব্যাগি গ্রিন নিলামে উঠছে
মেলবোর্ন, ৩০ ডিসেম্বর (হি.স.) : ৭৫ বছরের বেশি সময় ধরে লোকচক্ষুর আড়ালে থাকা সেই স্মারকটি অবশেষে প্রকাশ্যে আসছে। নিলামে তোলা হচ্ছে সর্বকালের সেরা ব্যাটসম্যানের একটি টেস্ট ক্যাপ। প্রখ্যাত প্রতিষ্ঠান ‘লয়েডস অকশনস’ নিলামে তুলছে ক্যাপটি। নিলাম চলবে আগাম
৭৫ বছরের বেশি সময় লোকচক্ষুর আড়ালে থাকা ব্র্যাডম্যানের সেই ব্যাগি গ্রিন নিলামে উঠছে


মেলবোর্ন, ৩০ ডিসেম্বর (হি.স.) : ৭৫ বছরের বেশি সময় ধরে লোকচক্ষুর আড়ালে থাকা সেই স্মারকটি অবশেষে প্রকাশ্যে আসছে। নিলামে তোলা হচ্ছে সর্বকালের সেরা ব্যাটসম্যানের একটি টেস্ট ক্যাপ।

প্রখ্যাত প্রতিষ্ঠান ‘লয়েডস অকশনস’ নিলামে তুলছে ক্যাপটি। নিলাম চলবে আগামী ২৬ জানুয়ারি ‘অস্ট্রেলিয়া ডে’ পর্যন্ত।

অস্ট্রেলিয়ার টেস্ট ক্যাপ পরিচিত ‘ব্যাগি গ্রিন’ নামে। অস্ট্রেলিয়ানদের কাছে এই ক্যাপ সম্মান ও মর্যাদার প্রতীক। ব্র্যাডম্যানকে তো মনে করা হয় অস্ট্রেলিয়ার সবসময়ের সবচেয়ে জনপ্রিয় ক্রীড়াবিদ। খেলা ছেড়ে দেওয়ার ৭৭ বছর পর ও মৃত্যুর ২৪ বছর পরও তার প্রতি আবেগ ও ভালোবাসার শেষ নেই অস্ট্রেলিয়ানদের। গত বছর তার একটি ব্যাগি গ্রিন বিক্রি হয়েছিল ৪ লাখ ৭৯ হাজার ৭০০ ডলারে। ২০২০ সালে তার আরেকটি ব্যাগি গ্রিন বিক্রি হয়েছিল সাড়ে ৪ লাখ ডলারে।

---------------

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি




 

 rajesh pande