আব্বাসউদ্দিনের প্রয়াণবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ মুখ্যমন্ত্রীর
কলকাতা, ৩০ ডিসেম্বর (হি. স.) : আব্বাসউদ্দিনের প্রয়াণবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক্স হ্যান্ডেলে মঙ্গলবার এক বার্তায় তিনি লিখেছেন যে, - বাংলার লোকসঙ্গীতের কিংবদন্তী, আব্বাসউদ্দিন আহমেদ -এর প্রয়াণ দিব
আব্বাসউদ্দিনের প্রয়াণবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ মুখ্যমন্ত্রীর


কলকাতা, ৩০ ডিসেম্বর (হি. স.) : আব্বাসউদ্দিনের প্রয়াণবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এক্স হ্যান্ডেলে মঙ্গলবার এক বার্তায় তিনি লিখেছেন যে, - বাংলার লোকসঙ্গীতের কিংবদন্তী, আব্বাসউদ্দিন আহমেদ -এর প্রয়াণ দিবসে তাঁকে জানাই আন্তরিক শ্রদ্ধাঞ্জলি। কোচবিহারের তুফানগঞ্জ মহকুমায় জন্ম নেওয়া, উত্তরবঙ্গের আলো - বাতাসে বেড়ে ওঠা এই মানুষটিই ভাটিয়ালি আর ভাওইয়ার গানকে পৌঁছে দিয়েছিলেন বিশ্বদরবারে।

উল্লেখ্য, স্বনামধন্য এক কন্ঠশিল্পী হিসেবে দেশজোড়া তাঁর পরিচিত। আধুনিক গান, স্বদেশী গান, ইসলামি গান, পল্লীগীতি, উর্দু গান - সব কিছুই দরাজ গলায় পরিবেশন করেছেন। তবে, পল্লীগীতিতেই তাঁর মৌলিকতা এবং সাফল্য উভয়দিক থেকেই বেশি। যদিও গানের জগতে তাঁর ছিল না কোনও ওস্তাদের তালিম। আপন প্রতিভা বলে সকলের সামনেই নিজেকে তুলে ধরেছেন তিনি।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande