
আগরতলা, ৩০ ডিসেম্বর (হি.স.) : উত্তরাখণ্ডে নিহত ছাত্র অ্যাঞ্জেল চাকমার পরিবারের প্রতি সংহতি ও সহমর্মিতা জানাতে ত্রিপুরার মন্ত্রী টিংকু রায় ও মন্ত্রী সান্ত্বনা চাকমা মঙ্গলবার মৃতের বাড়িতে যান। তাঁরা শোকসন্তপ্ত পরিবারের হাতে ত্রিপুরা ও উত্তরাখণ্ড সরকারের যৌথ আর্থিক সহায়তার চেক তুলে দেন। এই সহায়তা উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি এবং ত্রিপুরার মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহার উদ্যোগে প্রদান করা হয়েছে।
মন্ত্রী টিংকু রায় জানান, ত্রিপুরা সরকার অ্যাঞ্জেলের মাকে এককালীন ৫ লক্ষ টাকা এবং উত্তরাখণ্ড সরকার ৪,১২,৫০০ টাকার প্রাথমিক আর্থিক সাহায্য প্রদান করেছে। পরিবারের সঙ্গে কথা বলতে গিয়ে মন্ত্রী টিংকু রায় বলেন, “অ্যাঞ্জেলের মৃত্যু শুধু একটি পরিবারের নয়, পুরো রাজ্যের অপূরণীয় ক্ষতি। পরিবার অবশ্যই ন্যায়বিচার পাবে এবং দোষীরা কঠোর শাস্তি থেকে রেহাই পাবে না।” মন্ত্রী সান্ত্বনা চাকমা জানান, “আমরা শুধু সমবেদনা জানাতে নয়, ন্যায়ের লড়াইয়ে তাঁদের পাশে থাকার অঙ্গীকার নিয়ে এসেছি।”
উল্লেখ্য, ২৪ বছর বয়সী এমবিএ ছাত্র অ্যাঞ্জেল চাকমাকে চলতি মাসের শুরুতে দেরাদুনের একটি ক্যান্টিনে কথিত বর্ণবিদ্বেষমূলক মন্তব্যের জেরে নৃশংসভাবে আক্রমণ করা হয়। দীর্ঘ চিকিৎসার পর ২৬ ডিসেম্বর তাঁর মৃত্যু হয়। ঘটনাকে কেন্দ্র করে ত্রিপুরা জুড়ে ক্ষোভ ছড়িয়ে পড়ে। ছাত্র সংগঠন ও সুশীল সমাজ দোষীদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবি জানাচ্ছে।
উত্তরাখণ্ড পুলিশ পাঁচজন সন্দেহভাজনকে গ্রেফতার করেছে, তবে মূল অভিযুক্ত এখনও পলাতক। তাকে ধরতে নেপাল-সংলগ্ন এলাকায় তল্লাশি বাড়ানো হয়েছে এবং তথ্যদাতার জন্য পুরস্কার ঘোষণাও করা হয়েছে। পাশাপাশি, জাতীয় মানবাধিকার কমিশন ঘটনাটির বিস্তারিত প্রতিবেদন চেয়েছে।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ