দেশজুড়ে ১৫ টি কেন্দ্রে আইসিএআই - এর সমাবর্তন সম্পন্ন
কলকাতা, ৩০ ডিসেম্বর (হি. স.) : নবীন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টদের সদস্যপদ সনদ প্রদান ও মেধাবীদের সংবর্ধনা জানাতে দেশজুড়ে একযোগে ১৫টি কেন্দ্রে সমাবর্তন অনুষ্ঠানের আয়োজন করল দ্য ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অফ ইন্ডিয়া (আইসিএআই)। সংসদে
একযোগে ১৫ টি কেন্দ্রে সমাবর্তন উৎসব সম্পন্ন


কলকাতা, ৩০ ডিসেম্বর (হি. স.) : নবীন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টদের সদস্যপদ সনদ প্রদান ও মেধাবীদের সংবর্ধনা জানাতে দেশজুড়ে একযোগে ১৫টি কেন্দ্রে সমাবর্তন অনুষ্ঠানের আয়োজন করল দ্য ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অফ ইন্ডিয়া (আইসিএআই)। সংসদের আইনে প্রতিষ্ঠিত এই বিধিবদ্ধ সংস্থার উদ্যোগে নতুন দিল্লি-সহ কলকাতা, মুম্বই, চেন্নাই, বেঙ্গালুরু, পুনে, হায়দরাবাদ-সহ বিভিন্ন শহরে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার নতুন ও যোগ্য ১৯, ৯৪৯ জন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টকে সদস্যপদ সনদ প্রদান করা হয়েছে।

নতুন দিল্লি থেকে ভার্চুয়ালি সমস্ত কেন্দ্রের সমাবর্তন উদ্বোধন করেন পঞ্চায়েতী রাজ মন্ত্রকের সচিব বিবেক ভরদ্বাজ। নতুন সদস্যদের সমাজের প্রতি দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি। রাজধানী দিল্লির অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইসিএআই - এর প্রেসিডেন্ট সিএ চারনজ্যোত সিং নন্দা। এই প্রসঙ্গে তিনি বলেন, - ভারতীয় চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টরা এখন শুধু দেশ গঠনের অংশ নন, বিশ্বব্যাপী পেশাদার পরিষেবারও গুরুত্বপূর্ণ অংশীদার হয়ে উঠেছে তা বলার অপেক্ষা রাখে না ।কলকাতার অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আইসিএআই - এর প্রাক্তন প্রেসিডেন্ট সিএ রণজিৎ কুমার আগরওয়াল। নবীন সদস্যদের অভিনন্দন জানিয়েই তিনি বলেছেন, হিসাবরক্ষণ পেশায় নারীদের অংশগ্রহণ বৃদ্ধি এক ইতিবাচক সামাজিক পরিবর্তনের ইঙ্গিত। এদিনের অনুষ্ঠানে নৈতিকতা, সততা ও নিরন্তর দক্ষতা বৃদ্ধির উপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande