
কলকাতা, ৩০ ডিসেম্বর (হি. স.): আগুনে পুড়ে ছাই দক্ষিণ ২৪ পরগণার বাসন্তী এলাকায় গোটা একটি বাড়ি। তবে এ পর্যন্ত হতাহতের কোনও খবর নেই।
জানা গেছে, আগুন লাগার ঘটনাটি ঘটেছে বাসন্তী থানার মোকামবেরিয়া এলাকায়। মঙ্গলবার ভোররাতের দিকে একটি বাড়িতে আগুন লাগতে দেখা যায়। সঙ্গে সঙ্গে দমকলে খবর দেওয়া হয়। নিমেষের মধ্যেই সর্বস্বান্ত হয়ে পড়েন ফকির নস্কর নামে ভস্মীভূত বাড়ির মালিক। অন্যদিকে, আগুন লাগার খবর পাওয়া মাত্রই স্থানীয় বাসিন্দারা ছুটে আসে। আগুন নেভানোর চেষ্টা করে। কিন্তু যখন আগুন নিয়ন্ত্রণে আসে ততক্ষণে সব শেষ। আগুনের গ্রাস চলে যায় বাড়ির মধ্যে থাকা বেশ কিছু নগদ টাকা সহ কিছু আসবাবপত্র, জামাকাপড়, প্রয়োজনীয় কাগজপত্র । এই অগ্নিকাণ্ডের ঘটনার উৎস সন্ধানে তদন্ত শুরু করছে বাসন্তী থানার পুলিশ।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত