আগামী শুক্রবার শ্রীভূমির আসাইঘা‌টে অষ্টপ্রহর হ‌রিনাম সংকীর্তনের প্রস্তু‌তি চূড়ান্ত
পাথারকান্দি (অসম), ৩০ ডিসেম্বর (হি.স.) : প্রথমবা‌রের মতো এবার শ্ৰীভূমি জেলান্তৰ্গত লোয়াইর‌পোয়া ব্ল‌কের রাধাপ্যারী গ্ৰাম পঞ্চায়েত (জি‌পি)-এর অধীন আসাইঘা‌টে অষ্টপ্রহরব্যাপী শ্রীশ্রী হ‌রিনাম য‌জ্ঞের আয়োজন করা হয়েছে। আগামী বৃহস্প‌তিবার শুভ অধিবাস ক
আগামী শুক্রবার শ্রীভূমির আসাইঘা‌টে অষ্টপ্রহর হ‌রিনাম সংকীর্তনের প্রস্তু‌তি চূড়ান্ত


পাথারকান্দি (অসম), ৩০ ডিসেম্বর (হি.স.) : প্রথমবা‌রের মতো এবার শ্ৰীভূমি জেলান্তৰ্গত লোয়াইর‌পোয়া ব্ল‌কের রাধাপ্যারী গ্ৰাম পঞ্চায়েত (জি‌পি)-এর অধীন আসাইঘা‌টে অষ্টপ্রহরব্যাপী শ্রীশ্রী হ‌রিনাম য‌জ্ঞের আয়োজন করা হয়েছে। আগামী বৃহস্প‌তিবার শুভ অধিবাস কীর্তনের মধ্য দিয়ে সংকল্পিত হরিনামের সূচনা হবে।

পরের দিন শুক্রবার অহোরাত্র নাম কীৰ্তন প‌রিবে‌শিত হবে। এদিন মধ্যাহ্নে ভক্তদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করা হবে। শ‌নিবার প্রভাতে নগর পরিক্রমা শেষে পূর্ণা কীর্তন এবং মহন্ত বিদা‌য়ের মাধ্যমে সংকল্পিত হরিনাম কীৰ্তনের সমাপ্তি ঘটবে।

হরিনাম সংকীর্তনে কীর্তনীয়া দল হিসে‌বে অংশগ্ৰহণ করবে কদমতলার শ্রীকানু গোস্বামী সম্প্রদায়, ভাঙ্গার প্রিয়াদর্শিনী সম্প্রদায়, সলগই‌য়ের অপু বৈদ্য সম্প্রদায় এবং ধর্মনগ‌রের শ্যামল পুরকায়স্থ সম্প্রদায়। হ‌রিনাম সংকীর্তনে সকল সনাতনী ভক্ত‌দের উপ‌স্থি‌তি সহ সক্রিয় সহযোগিতা কামনা করেছেন আয়োজক কমিটির কর্মকর্তারা।

হিন্দুস্থান সমাচার / মনোজিৎ দাস




 

 rajesh pande