২০২৫ সালে পরিকাঠামো ও পরিষেবায় একাধিক মাইলফলক, রেল নেটওয়ার্ক আরও মজবুত করল পূর্ব রেল
কলকাতা, ৩০ ডিসেম্বর ( হি. স.) : ২০২৫ সাল জুড়ে পরিকাঠামো উন্নয়ন, যাত্রী পরিষেবা বৃদ্ধি ও রেল যোগাযোগ সম্প্রসারণে একাধিক গুরুত্বপূর্ণ মাইলফলক অর্জন করল পূর্ব রেল। জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত সময়ে আধুনিকীকরণ ও সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে ধারাবাহিকভ
পূর্ব রেল


কলকাতা, ৩০ ডিসেম্বর ( হি. স.) : ২০২৫ সাল জুড়ে পরিকাঠামো উন্নয়ন, যাত্রী পরিষেবা বৃদ্ধি ও রেল যোগাযোগ সম্প্রসারণে একাধিক গুরুত্বপূর্ণ মাইলফলক অর্জন করল পূর্ব রেল। জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত সময়ে আধুনিকীকরণ ও সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে ধারাবাহিকভাবে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে বলে পূর্ব রেলের পক্ষ থেকে জানানো হয়েছে মঙ্গলবার।অমৃত ভারত স্টেশন স্কিমের আওতায় কল্যাণী ঘোষপাড়া, পানাগড়, রাজমহল, শংকরপুর ও পিরপাইন্তি সহ একাধিক পুনর্নির্মিত স্টেশনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাশাপাশি হাওড়া ডিভিশনের নতুন ডিআরএম বিল্ডিং চালু হওয়ায় প্রশাসনিক ও অপারেশনাল দক্ষতা বেড়েছে।জামালপুর লোকোমোটিভ ওয়ার্কশপে ওয়াগন পিরিওডিক্যাল ওভারহলিং ক্ষমতা বৃদ্ধির শিলান্যাস করেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। মধুপুর কোচিং কমপ্লেক্স চালু হওয়ায় কোচ রক্ষণাবেক্ষণ আরও মজবুত হয়েছে।যাত্রী পরিষেবায় শিয়ালদহ–জলপাইগুড়ি রোড হামসফর এক্সপ্রেস, মালদা টাউন–লখনউ অমৃত ভারত এক্সপ্রেস, গড্ডা–দৌরাই সাপ্তাহিক এক্সপ্রেস সহ একাধিক নতুন ট্রেন চালু হয়েছে। শিয়ালদহ–রানাঘাট, বনগাঁ ও কৃষ্ণনগর রুটে এসি ইএমইউ পরিষেবা চালু হওয়ায় শহরতলির যাত্রা আরও স্বাচ্ছন্দ্যময় হয়েছে।এছাড়াও অন্ডাল সংলগ্ন গতি শক্তি কার্গো টার্মিনাল চালু করে মাল পরিবহণে নতুন দিগন্ত খুলেছে পূর্ব রেল। এই সাফল্যের মধ্য দিয়ে পূর্ব রেল আঞ্চলিক আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande