
রাঁচি, ৩০ ডিসেম্বর (হি.স.) : রাঁচির কাঁকে রোড এলাকার কেয়ার অ্যান্ড কিওর ওষুধের দোকানে সোমবার গভীর রাতে আকস্মিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। দোকান বন্ধ করে মালিক বাড়ি ফেরার কিছুক্ষণ পরেই দোকান থেকে ধোঁয়া বেরোতে দেখা যায় এবং অল্প সময়ের মধ্যেই আগুনের লেলিহান শিখা দ্রুত ছড়িয়ে পড়ে।
স্থানীয় বাসিন্দাদের মাধ্যমে খবর পেয়ে দোকান মালিক দমকল বিভাগকে জানায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দমকল বাহিনীর কর্মীরা বেশ কিছু সময়ের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।
দোকান মালিক জানান, অগ্নিকাণ্ডে দোকানের ওষুধ ও আসবাবপত্র পুড়ে লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে এই ঘটনায় কোনও প্রাণহানির খবর নেই।
মঙ্গলবার এক পুলিশ আধিকারিক জানান, প্রাথমিকভাবে শর্ট সার্কিট থেকেই আগুন লেগে থাকতে পারে বলে অনুমান করা হচ্ছে। ঘটনার তদন্ত চলছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য