
পূর্ব সিংভূম, ৩০ ডিসেম্বর (হি.স.) : ঝাড়খণ্ডের পূর্ব সিংভূমে ঘটলো পথ দুর্ঘটনা। ঘটনাটি ঘটেছে সোমবার রাতে , পূর্ব সিংভূমের কোয়ালি থানার অন্তর্গত হলদিপোখর-টায়রিং প্রধান সড়কের কাছে রাসুনচোপায় । দুর্ঘটনায় মৃত্যু হয়েছে এক যুবকের , আহত আরও এক যুবক । নিহতের নাম বরুণ দাস (২৫)। সে হাঁসদা পঞ্চায়েতের বড়া বাগলাতার বাসিন্দা । অপরজনের নাম যুধিষ্ঠির দাস (২৫)। সে ছোটা বাগলাতার বাসিন্দা।
মঙ্গলবার এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, সোমবার রাতে বরুণ ও যুধিষ্ঠির বাইকে করে হলদিপোখর থেকে বাড়ি ফিরছিলেন। রাসুনচোপার কাছে বেপরোয়া গতিতে একটি গাড়ি পিছন দিক থেকে আসে এবং তাদের বাইকে সজোরে ধাক্কা মারে। ধাক্কায় বাইক থেকে ছিটকে পরে ওই দুই বাইক আরোহী । এই ঘটনার পর স্থানীয়রা দ্রুত পুলিশকে খবর দেয় ।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উভয় আহত বাইক আরোহীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া গেলে চিকিৎসক বরুণকে মৃত বলে ঘোষণা করেন । যুধিষ্ঠিরের অবস্থা আশঙ্কাজনক। বর্তমানে সে চিকিৎসাধীন । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
---------------
হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক