
জলপাইগুড়ি, ৩০ ডিসেম্বর (হি.স.) : ভূমিকন্যা পুতুল, যিনি অধিক পরিচিত বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়া নামে। তাঁর মৃত্যুতে শোকস্তব্ধ জলপাইগুড়ির নয়াবস্তি।
এলাকার এক বাসিন্দা নীলাঞ্জন দাশগুপ্ত বলেন, অবিভক্ত দুই বাংলার দিনাজপুর জেলার অন্তর্গত ছিল জলপাইগুড়ি শহর। স্বাধীনতা পূর্ববর্তী সেই শহরে ১৯৪৫ সালে জন্ম হয় খালেদা জিয়ার। ছোটবেলায় তাঁকে ‘পুতুল’ বলে ডাকতেন সকলে। চা কোম্পানির শেয়ার কেনাবেচার সংস্থা ‘দাশ অ্যান্ড কোম্পানি’তে চাকরি করতেন বাবা মহম্মদ ইসকান্দর। তাঁর পড়াশোনা এখানকারই সুনীতিবালা সদর প্রাথমিক বিদ্যালয়ে। একাত্তরের মুক্তিযুদ্ধের সময়ে তৎকালীন পূর্ব পাকিস্তানের সঙ্গে এক হিন্দু পরিবারের সঙ্গে জমি বিনিময় করে চলে যান খালেদা জিয়ার পরিবার। পরে আর খালেদার পরিবার জলপাইগুড়িতে ফেরেনি। আর সেই সূত্রেই মঙ্গলবার সকালে খালেদা জিয়ার প্রয়াণের খবর কার্যত শোকস্তব্ধ জলপাইগুড়ি শহরের নয়াবস্তি। স্কুলে তাঁর স্মরণসভার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন সুনীতিবালা সদর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অরূপ দে।
হিন্দুস্থান সমাচার / সোনালি