
কলকাতা, ৩০ জানুয়ারি (হি. স.) : রাজ্য জুড়েই বিশেষ নিবিড় ভোটার তালিকা সংশোধনীর কাজ শেষ হতেই এখন চলছে শুনানি পর্ব। কবি জয় গোস্বামীর খসড়া ভোটার তালিকায় নাম রয়েছে। তবুও ধরানো হয়েছে নোটিশ, আগামী শুক্রবার অর্থাৎ ২ জানুয়ারি তাঁকে নথি সহ হাজিরা দিতে হবে।
এদিকে, অসুস্থ জয় গোস্বামী বিধান নগরের শ্রাবণী আবাসনের বাড়িতেই আইসোলেশনে রয়েছেন। এই ঘটনায় হতচকিত তিনি ও তাঁর পরিবার। শুনানিতে ডাকল কমিশন অথচ যাবেন না বলেই আগেই এক প্রতিক্রিয়ায় স্পষ্টভাবেই জানিয়েছেন তিনি। স্ত্রী কাবেরী দেবী ও কন্যা পুকুর (ডাক নাম) এই প্রসঙ্গে একযোগে জানান , উনি সেদিন যাবেন না। অন্যদিকে, সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের কাছে এক বিবৃতিতে কবি জয় গোস্বামী এ নিয়ে জানিয়েছেন, রাজ্য জুড়ে যে বিরাট কর্মযজ্ঞ চলছে সেইমতো বিজ্ঞপ্তি পাঠানো হয়েছে। এটা কাম্য নয়। বয়স্ক মানুষ তথা ভোটারদের জন্য কমিশনের তরফেও এই ঘটনা অযথা হয়রানির সামিল।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত