
হাবরা, ৩০ ডিসেম্বর ( হি. স.) : গত ১৭ ডিসেম্বর হাবরার অশ্বিনী পল্লী এলাকায় নববধূ সুমিতা সরকার খুনের ঘটনায় এখনও উত্তেজনা কাটেনি। এই ঘটনায় মৃতার পরিবারের অভিযোগের ভিত্তিতে সুমিতার স্বামী সৌম্য দত্তকে গ্রেফতার করেছে পুলিশ। খুনের ঘটনাকে কেন্দ্র করে সেদিন এলাকাজুড়ে দফায় দফায় উত্তেজনা ছড়ায়। অভিযুক্তের বাড়ি ঘিরে বিক্ষোভ দেখানোর পাশাপাশি ভাঙচুরের ঘটনাও ঘটে।ঘটনার দিন জাতীয় সড়ক ধরে বনগাঁ থেকে কলকাতার উদ্দেশ্যে যাচ্ছিলেন হাবরার বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিক। সেই সময় ক্ষুব্ধ এলাকাবাসী তাঁর গাড়ির সামনেও বিক্ষোভ দেখায়। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ।এদিকে মঙ্গলবার মৃত সুমিতা সরকারের বাড়িতে যান হাবরার বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিক। তিনি পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাঁদের পাশে থাকার আশ্বাস দেন। বিধায়ক জানান, এই ঘটনার সঙ্গে যাঁরা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত, তাঁদের সকলেরই কঠোর শাস্তি নিশ্চিত করতে তিনি প্রশাসনের কাছে দাবি জানাবেন। বিধায়ক আরও বলেন, “নববধূ খুনের মতো জঘন্য ঘটনা কোনওভাবেই মেনে নেওয়া যায় না। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি হতেই হবে।” তাঁর এই আশ্বাসে কিছুটা হলেও স্বস্তি পেয়েছে মৃতার পরিবার।এই ঘটনায় তদন্ত চলছে এবং পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় পুলিশি নজরদারি বজায় রাখা হয়েছে।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়