
কলকাতা, ৩০ ডিসেম্বর (হি. স.) : গায়ত্রী মন্দির ভুকৈলাশের উদ্যোগে আয়োজিত ২৪ - কুণ্ড রাষ্ট্র শৌর্য সমৃদ্ধি গায়ত্রী মহাযজ্ঞ বিপুল সংখ্যক ভক্তের আহুতি প্রদানের মাধ্যমে সম্পন্ন হয়েছে। অখিল বিশ্ব গায়ত্রী পরিবার শান্তিকুঞ্জ হরিদ্বার থেকে আগত বৈদিক পণ্ডিত ও বিশেষজ্ঞরা মহাযজ্ঞে আহুতি পর্বেই এদিন যোগদানকারী অতিথিদের কপালে তিলক ও চন্দনের প্রলেপ লাগিয়ে এবং গুরুদেব রচিত সাহিত্য উপহার দিয়ে সম্মানিত করেন। বিশিষ্ট অতিথিরাও পণ্ডিতদের কাছ থেকে আশীর্বাদ গ্রহণ করেন । মঙ্গলবার মহাযজ্ঞের সমাপনী দিনের অনুষ্ঠানে বৈদিক মন্ত্র উচ্চারণের সঙ্গে গুরু বন্দনার মাধ্যমেই তা শুরু হয়েছে। সমগ্র পরিবেশ বৈদিক মন্ত্রের ধ্বনিতেই মুখরিত হয়ে ওঠে। বৈদিক পণ্ডিত ও বিশেষজ্ঞরা অনুষ্ঠানের তাৎপর্য, নির্দিষ্ট আচার - অনুষ্ঠানের পেছনের যুক্তি এবং ব্যক্তি ও সমাজের জন্য সেগুলোর প্রাসঙ্গিকতা ব্যাখ্যা করেন। ওই অনুষ্ঠানের সময় প্রাসঙ্গিক ভক্তিমূলক গানও পরিবেশন করা হয়। গায়ত্রী মহাযজ্ঞের সমাপনী দিনে বহু ভক্ত গায়ত্রী জ্ঞান দীক্ষাও গ্রহণ করেছেন। ওই অনুষ্ঠানটি মাতা গায়ত্রীর আরতির মাধ্যমে শেষ হয়। অনাড়ম্বর অনুষ্ঠানের পর যজমান অনিল সিং ও তাঁর স্ত্রী ললিতা সিং তাদের পরিবারের সঙ্গে মাতা গায়ত্রীর পূজা ও আরাধনা করেন। যজমানদের বিশেষ সহযোগিতায় একটি ভাণ্ডারারও আয়োজন করা হয়। সেখানে বিপুল সংখ্যক মানুষ প্রসাদ গ্রহণ করেন। গায়ত্রী পরিবারের সঙ্গে যুক্ত স্বপ্না শর্মা, শারদা সিং, নির্মলা তিওয়ারি, সরিতা শ, মীরা সিং, বিদ্যাবতী দেবী, শকুন্তলা দেবী, মীরা পণ্ডিত, সরোজ দেবী, রিনা চৌধুরী, রানী চৌধুরী এবং অন্যান্য মহিলারা যজ্ঞটিকে সফল করতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। গায়ত্রী মন্দির ভুকৈলাশের প্রধান সংগঠক রাজ নন্দন শর্মা এই প্রসঙ্গে এদিন উপস্থিত সকল বিশিষ্ট ব্যক্তি এবং অন্যান্য কর্মীদের তাদের নিবেদিত প্রাণ সহযোগিতা ও কঠোর পরিশ্রমের জন্য প্রশংসা করেছেন।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত