কুলপিতে ২ দিনের সমবায় সচেতনতা শিবির আরম্ভ
কলকাতা, ৩০ ডিসেম্বর (হি. স.) : ২ দিনের জন্য কুলপিতে সমবায় সচেতনতা শিবিরের সূচনা হয়েছে। মঙ্গলবার রাজ্য সমবায় ইউনিয়নের উদ্যোগে দক্ষিণ ২৪ পরগনা রেঞ্জ ও দক্ষিণ ২৪ পরগনা জেলা সমবায় ইউনিয়নের যৌথ সহযোগিতায় রামকিশোরপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিট
কুলপিতে ২ দিনের সমবায় সচেতনতা শিবির শুরু


কলকাতা, ৩০ ডিসেম্বর (হি. স.) : ২ দিনের জন্য কুলপিতে সমবায় সচেতনতা শিবিরের সূচনা হয়েছে। মঙ্গলবার রাজ্য সমবায় ইউনিয়নের উদ্যোগে দক্ষিণ ২৪ পরগনা রেঞ্জ ও দক্ষিণ ২৪ পরগনা জেলা সমবায় ইউনিয়নের যৌথ সহযোগিতায় রামকিশোরপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেড এর আয়োজনে সমবায় সমিতির সদস্য ও পরিচালকদের সঙ্গে নিয়ে দক্ষিণ ২৪ পরগনা জেলার কুলপি ব্লকের অন্তর্গত রামকিশোরপুর গ্রাম পঞ্চায়েতের রাধানগরে মঙ্গলবার দুপুর থেকে সচেতনতা শিবির শুরু হয়েছে। ওই ব্লকের মোট ৫ টি সমবায় সমিতির শতাধিক সদস্যরা এই সচেতনতা শিবিরে অংশগ্রহণ করেন। মূল আলোচনার বিষয় - সমবায়ের মাধ্যমে কৃষক ও গ্রামের পিছিয়ে পড়া মানুষদের আর্থিকভাবে স্বনির্ভর করে তোলা। এদিন ফিতে কেটে এই সচেতনতা শিবিরের উদ্বোধন করা হয়েছে। উপস্থিত ছিলেন কুলপি পঞ্চায়েত সমিতির সভাপতি বন্দনা কর্মকার, সহ - সভাপতি আব্দুল্লাহ হিল মারুফ, কুলপি ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি তথা পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ সুপ্রিয় হালদার, কুলপি ব্লক তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেলের সভাপতি আব্দুর রহিম মোল্লা, কুলপি ব্লক যুব তৃণমূল কংগ্রেস সভাপতি শামসুর আলম মীর সহ অন্যান্যরা। ওই সচেতনতা শিবির দুদিন ধরে চলবে।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande