
রাজগঞ্জ, ৩০ ডিসেম্বর (হি. স. ) : জলপাইগুড়ির রাজগঞ্জ ব্লকের সন্ন্যাসীকাটা গ্রাম পঞ্চায়েতের এলাকায় দুটি পাকা রাস্তা তৈরির শিলান্যাস করলেন বিধায়ক খগেশ্বর রায়। মঙ্গলবার এই রাস্তা দুটির শিলান্যাস করা হয়।
জানা গেছে, একটি পাগলাহাট থেকে জমিদারগছ পর্যন্ত প্রায় সাড়ে তিন কিলোমিটার ও অপর রাস্তাটি পিডব্লিউডি রোড থেকে নাকুগছ পর্যন্ত প্রায় আঠরোশো মিটার নতুন রাস্তার তৈরির শিলান্যাস করলেন রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়। পশ্চিমবঙ্গ সরকারের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতরের প্রায় আড়াই কোটি টাকা আর্থিক সহায়তায় রাস্তাটি তৈরি করা হবে।
এদিন বিধায়ক খগেশ্বর রায় বলেন, এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি আজ পূরণ হল। দুটি রাস্তার কাজের শুভারম্ভ হল। এই রাস্তা তৈরি হলে বেশ কয়েকটি গ্রাম উপকৃত হবে বলে জানান তিনি। শিলান্যাস অনুষ্ঠানে বিধায়ক ছাড়াও উপস্থিত ছিলেন জলপাইগুড়ি জেলা পরিষদের সদস্যা উত্তরা বর্মণ, রাজগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি রুপালি দে সরকার, রাজগঞ্জ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অরিন্দম ব্যানার্জি, পঞ্চায়েত সমিতির সদস্য তহমিদার রহমান, গ্রাম পঞ্চায়েত প্রধান রুমা খানুম, রোশন হাবিব সহ অন্যান্যরা।
হিন্দুস্থান সমাচার / সোনালি