ফিরে দেখা ২০২৫ : প্রকৃতির রোষে বিশ্বজুড়ে বিপর্যয়ের ক্ষয়ক্ষতি
নয়াদিল্লি, ৩০ ডিসেম্বর (হি.স.) : শেষের পথে ২০২৫ সাল। নতুন বছরকে স্বাগত জানাতে প্রস্তুত গোটা বিশ্ব। তবে বিশ্বজুড়ে একের পর এক প্রাকৃতিক বিপর্যয়ের কারণে ২০২৫ সালটি সকলের মনে থেকে যাবে। ২০২৫ সালে গোটা বিশ্বজুড়ে বেলাগাম ধ্বংসযজ্ঞ চালিয়েছে রুদ্র প্রকৃ
ফিরে দেখা


নয়াদিল্লি, ৩০ ডিসেম্বর (হি.স.) : শেষের পথে ২০২৫ সাল। নতুন বছরকে স্বাগত জানাতে প্রস্তুত গোটা বিশ্ব। তবে বিশ্বজুড়ে একের পর এক প্রাকৃতিক বিপর্যয়ের কারণে ২০২৫ সালটি সকলের মনে থেকে যাবে। ২০২৫ সালে গোটা বিশ্বজুড়ে বেলাগাম ধ্বংসযজ্ঞ চালিয়েছে রুদ্র প্রকৃতি। কোথাও লু, কোথাও দাবানল, তো কোথাও ভয়ংকর বন্যা। প্রাণহানির পাশাপাশি এই তাণ্ডবে হয়েছে আর্থিক ক্ষতিও । ক্ষয়ক্ষতির নিরিখে বিশ্বের সবচেয়ে বড় প্রাকৃতিক বিপর্যয়ের তালিকা প্রকাশ করল ব্রিটেনের 'খ্রিস্টান এইড' নামে এক আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থা। রিপোর্ট অনুযায়ী, চলতি বছর প্রাকৃতিক দুর্যোগের কারণে পৃথিবীর মোট আর্থিক ক্ষতি হয়েছে ১২০ বিলিয়ন ডলার অর্থাৎ ১০.৮ লক্ষ কোটি। রিপোর্টে আরও বলা হয়েছে, এই বছর জলবায়ু পরিবর্তনের জেরে ১০টি সবচেয়ে বড় প্রাকৃতিক বিপর্যয়ে প্রতিটিতে ১০০ কোটি টাকার বেশি আর্থিক ক্ষতি হয়েছে।

সবচেয়ে বড় আর্থিক ক্ষতি হয়েছে ক্যালিফোর্নিয়ার জঙ্গলে অগ্নিকাণ্ডে। এই দাবানলের জেরে আর্থিক ক্ষতি হয়েছে ৫.৪০ লক্ষ কোটি টাকা। শুধু তাই নয়, এই অগ্নিকাণ্ডের জেরে স্কটল্যান্ডের মতো শীতল দেশ এই বছর ভয়াবহ লু-এর কোপে পড়ে। এছাড়া কানাডাতে খরা, ফিলিপিন্সে টাইফুন, আইবেরিয়ান উপদ্বীপে রেকর্ড ভাঙা দাবানল বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল দুর্যোগগুলির মধ্যে অন্যতম।

ক্যালিফোর্নিয়ার পর দক্ষিণ-পূর্ব এশিয়ার ঘূর্ণিঝড় ও বন্যা দ্বিতীয় ব্যয়বহুল দুর্যোগ। এর জেরে ২.২৫ লক্ষ কোটি টাকার ক্ষতি হয়েছে। মৃত্যু হয়েছে ১৭৫০ জনের।

তালিকায় তৃতীয় ব্যয়বহুল দুর্যোগ হল চিনের বন্যা। এর ফলে ৩০ জনের মৃত্যু ও ১.০৫ লক্ষ কোটি টাকার ক্ষতি হয়েছে

যৌথভাবে চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছে ভারত ও পাকিস্তান। ভয়াবহ বন্যা ও ভূমিধ্বসে এবার নাজেহাল অবস্থা হয়েছিল ভারত ও পাকিস্তানের। দুই দেশের মোট আর্থিক ক্ষতি ৫০.৩৬০ হাজার কোটি। এই বিপর্যয় প্রাণ কেড়েছে ১৮৬০ জনের। প্রাকৃতিক দুর্যোগে সবচেয়ে বেশি প্রাণহানি এই দুই দেশে।

এরপরেই তালিকায় রয়েছে ফিলিপিন্সের ভয়ংকর ঘূর্ণিঝড়। এর জেরে আর্থিক ক্ষতি হয়েছে ৪৪.৯৬০ হাজার কোটি। প্রায় ১.৪ মিলিয়ন মানুষ ঘরছাড়া হন এই দুর্যোগে। প্রাণহানির সংখ্যাও শতাধিক।

প্রসঙ্গত, ক্ষয়ক্ষতির হিসেব সমস্তটাই অবশ্য বিমার অঙ্কের উপর নির্ভর করে। অর্থাৎ কৃষি বিমা, জীবন বিমা-সহ অন্যান্য বিমার টাকার অঙ্কের ভিত্তিতে এই ক্ষয়ক্ষতির রিপোর্ট সামনে এনেছে সংস্থা। ফলে বাস্তবে এর আর্থিক ক্ষতি আরও অনেক বেশি।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande