নতুন টি-টোয়েন্টি টুর্নামেন্টের ঘোষণা বিসিবির
ঢাকা, ৩০ ডিসেম্বর (হি.স.) : বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ‘সোনার বাংলা পাথওয়ে টি–২০ ক্রিকেট লিগ ২০২৬’ নামে একটি নতুন টি–টোয়েন্টি টুর্নামেন্ট করার সিদ্ধান্ত নিয়েছে। সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে নতুন এই টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা করেছে দেশের ক্রিকে
নতুন টি-টোয়েন্টি টুর্নামেন্টের ঘোষণা বিসিবির


ঢাকা, ৩০ ডিসেম্বর (হি.স.) : বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ‘সোনার বাংলা পাথওয়ে টি–২০ ক্রিকেট লিগ ২০২৬’ নামে একটি নতুন টি–টোয়েন্টি টুর্নামেন্ট করার সিদ্ধান্ত নিয়েছে। সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে নতুন এই টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা করেছে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।

দেশের ঘরোয়া ক্রিকেটের পাইপলাইন আরও শক্তিশালী করতে এই উদ্যোগ নিয়েছে বিসিবি। বিশেষ করে যে ক্রিকেটাররা বর্তমানে ফ্র্যাঞ্চাইজি বা ক্লাব লিগের বাইরে আছেন, তাদের জন্য প্রতিযোগিতামূলক ক্রিকেটে সুযোগ সৃষ্টি করতে চায় বোর্ড।

বিসিবির সহ-সভাপতি ও জাতীয় দলের অধিনায়ক ফারুক আহমেদকে এই টুর্নামেন্ট আয়োজনের প্রধান হিসেবে নিযুক্ত করা হয়েছে। লিগের ম্যাচগুলো বগুড়া ও রাজশাহী—এই দুই ভেন্যুতে অনুষ্ঠিত হবে।

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি




 

 rajesh pande