উত্তর-পশ্চিম রেলে ট্রেন চলাচলে বদল, প্রকাশিত নতুন সময়সূচি
জয়পুর, ৩০ ডিসেম্বর (হি.স.) : উত্তর-পশ্চিম রেলে ট্রেন চলাচলের নতুন সময়সূচি আগামী ১ জানুয়ারি ২০২৬ থেকে কার্যকর হতে চলেছে। মঙ্গলবার উত্তর-পশ্চিম রেলের মহাব্যবস্থাপক অমিতাভ বিভাগভিত্তিক এই নতুন সময়সূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। রেলের প্রধান জনসংযো
উত্তর-পশ্চিম রেলে ট্রেন চলাচলে বদল, প্রকাশিত নতুন সময়সূচি


জয়পুর, ৩০ ডিসেম্বর (হি.স.) : উত্তর-পশ্চিম রেলে ট্রেন চলাচলের নতুন সময়সূচি আগামী ১ জানুয়ারি ২০২৬ থেকে কার্যকর হতে চলেছে। মঙ্গলবার উত্তর-পশ্চিম রেলের মহাব্যবস্থাপক অমিতাভ বিভাগভিত্তিক এই নতুন সময়সূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

রেলের প্রধান জনসংযোগ আধিকারিক শশী কিরণ জানান, নতুন সময়সূচিটি জয়পুর, আজমির, যোধপুর ও বিকানের—এই চারটি বিভাগে আলাদাভাবে প্রকাশ করা হবে। এতে নতুন ট্রেন চালু, বিদ্যমান ট্রেনের রুট সম্প্রসারণ, ট্রেনের যাত্রা সংখ্যায় বৃদ্ধি, ট্রেন নম্বর পরিবর্তন, নতুন স্টপেজ সংযোজন এবং বিভিন্ন স্টেশনে ট্রেনের আগমন ও প্রস্থানের সময়ে পরিবর্তনের মতো একাধিক গুরুত্বপূর্ণ আপডেট অন্তর্ভুক্ত রয়েছে।

নতুন সময়সূচি প্রকাশের অনুষ্ঠানে মহাব্যবস্থাপকের সঙ্গে উপস্থিত ছিলেন প্রধান মুখ্য অপারেশন ম্যানেজার মদন দেবদা, প্রধান যাত্রী পরিবহণ ম্যানেজার মৈত্রেয়ী চরণ, উপ-মুখ্য অপারেশন ম্যানেজার (কোচিং) রমেশ বশিষ্ঠ এবং উপ-মহাব্যবস্থাপক (সাধারণ) শশাঙ্ক।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande