হিরানন্দপুর গ্রাম পঞ্চায়েতে দুর্নীতির অভিযোগ, বিজেপি প্রধানের বিরুদ্ধে ব্লক প্রশাসনে তৃণমূলের লিখিত অভিযোগ
মালদা, ৩০ ডিসেম্বর ( হি. স.) : মালদার মানিকচক ব্লকের অন্তর্গত বিজেপি পরিচালিত হিরানন্দপুর গ্রাম পঞ্চায়েতে বড়সড় দুর্নীতির অভিযোগ উঠল। সরকারি কাজের নামে টাকা আত্মসাৎ এবং দলীয় সদস্যদের মধ্যে সেই টাকা ভাগবাটোয়ারা করার অভিযোগ তুলে মানিকচক ব্লক প্রশ
তৃণমূল সদস্য


মালদা, ৩০ ডিসেম্বর ( হি. স.) : মালদার মানিকচক ব্লকের অন্তর্গত বিজেপি পরিচালিত হিরানন্দপুর গ্রাম পঞ্চায়েতে বড়সড় দুর্নীতির অভিযোগ উঠল। সরকারি কাজের নামে টাকা আত্মসাৎ এবং দলীয় সদস্যদের মধ্যে সেই টাকা ভাগবাটোয়ারা করার অভিযোগ তুলে মানিকচক ব্লক প্রশাসনের কাছে দল বেঁধে লিখিত অভিযোগ দায়ের করলেন তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্যরা। অভিযোগকারীদের দাবি, পঞ্চায়েত প্রধান ও তাঁর ঘনিষ্ঠ বিজেপি নেতারা পঞ্চায়েত সদস্য এবং কন্ট্রাক্টরদের সঙ্গে যোগসাজশ করে একাধিক প্রকল্পের অর্থ আত্মসাৎ করেছেন।বিশেষ করে লিচ পিট নির্মাণের নামে প্রায় ৫০ লক্ষ টাকা কোনও কাজ না করেই তুলে নেওয়া হয়েছে বলে অভিযোগ। তৃণমূলের সদস্যদের আরও অভিযোগ, পঞ্চায়েতের সমস্ত উন্নয়নমূলক কাজ থেকে তাঁদের পরিকল্পিতভাবে বঞ্চিত করা হচ্ছে এবং শুধুমাত্র বিজেপি ঘনিষ্ঠদেরই কাজ পাইয়ে দেওয়া হচ্ছে। এই পরিস্থিতিতে পঞ্চায়েতের স্বচ্ছতা ও উন্নয়ন প্রক্রিয়া ভেঙে পড়েছে বলেও দাবি তাঁদের।মঙ্গলবার যদিও এই সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন হিরানন্দপুর গ্রাম পঞ্চায়েতের বিজেপি প্রধান। তাঁর দাবি, অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাঁকে ও পঞ্চায়েতকে কালিমালিপ্ত করার চেষ্টা করা হচ্ছে বলে তিনি জানান। বিষয়টি নিয়ে ব্লক প্রশাসনের তরফে তদন্তের আশ্বাস দেওয়া হয়েছে।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande