শুনানির নামে বয়স্ক ভোটারদের হয়রানির অভিযোগ, ডোমজুড়ে তৃণমূলের বিক্ষোভ
হাওড়া, ৩০ ডিসেম্বর ( হি. স.) : হাওড়ার ডোমজুড় বিধানসভা এলাকায় নির্বাচন কমিশনের এসআইআর (স্পেশাল ইন্টেনসিভ রিভিশন) শুনানি ঘিরে বয়স্ক ভোটারদের অযথা হয়রানির অভিযোগ তুলে বিক্ষোভে সামিল হল তৃণমূল কংগ্রেস। মঙ্গলবার সকালে ডোমজুড় ব্লক বিডিও অফিস ও পঞ্চায়েত
প্রতিবাদ তৃণমূল


হাওড়া, ৩০ ডিসেম্বর ( হি. স.) : হাওড়ার ডোমজুড় বিধানসভা এলাকায় নির্বাচন কমিশনের এসআইআর (স্পেশাল ইন্টেনসিভ রিভিশন) শুনানি ঘিরে বয়স্ক ভোটারদের অযথা হয়রানির অভিযোগ তুলে বিক্ষোভে সামিল হল তৃণমূল কংগ্রেস। মঙ্গলবার সকালে ডোমজুড় ব্লক বিডিও অফিস ও পঞ্চায়েত সমিতির অফিসের সামনে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।তৃণমূলের অভিযোগ, বিজেপির নির্দেশে নির্বাচন কমিশন বাংলার উপর জোর করে এসআইআর চাপিয়ে দিয়েছে। শুনানির নামে প্রবীণ ও শারীরিকভাবে দুর্বল ভোটারদের কেন্দ্র পর্যন্ত ডেকে আনা হচ্ছে, যা সম্পূর্ণ অমানবিক। নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী ৮৫ বছরের বেশি বয়সী ও বিশেষভাবে সক্ষম ভোটারদের বাড়িতে গিয়েই শুনানি করার কথা থাকলেও সেই নিয়ম মানা হচ্ছে না বলে দাবি তৃণমূলের।এই অভিযোগের প্রতিবাদে ডোমজুড় ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি নুরাজ মোল্লার নেতৃত্বে দলীয় কর্মী ও সমর্থকরা শুনানি কেন্দ্রের সামনে রাস্তায় বসে পড়ে অবস্থান বিক্ষোভ শুরু করেন। বিক্ষোভকারীরা অবিলম্বে বয়স্ক ভোটারদের হয়রানি বন্ধের দাবি জানান এবং কমিশনের ভূমিকার তীব্র সমালোচনা করেন।তৃণমূল নেতৃত্বের দাবি, গণতন্ত্র রক্ষার নামে সাধারণ মানুষের উপর চাপ সৃষ্টি করা চলবে না। প্রয়োজনে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের পথে হাঁটার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande