মকর সংক্রান্তিতে চাইনিজ মাঞ্জায় সম্পূর্ণ নিষেধাজ্ঞা, লঙ্ঘনে কঠোর ব্যবস্থা
সিওনি, ৩০ ডিসেম্বর (হি.স.) : মকর সংক্রান্তি উপলক্ষে জন নিরাপত্তা ও পরিবেশ সুরক্ষার স্বার্থে মধ্যপ্রদেশের সিওনি জেলায় চাইনিজ মাঞ্জা ও নাইলন সুতোর ব্যবহারে সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করেছে জেলা প্রশাসন। জেলা শাসক ও জেলা দণ্ডাধিকারী শীতলা পাটলে ভারতীয় ন
মকর সংক্রান্তিতে চাইনিজ মাঞ্জায় সম্পূর্ণ নিষেধাজ্ঞা, লঙ্ঘনে কঠোর ব্যবস্থা


সিওনি, ৩০ ডিসেম্বর (হি.স.) : মকর সংক্রান্তি উপলক্ষে জন নিরাপত্তা ও পরিবেশ সুরক্ষার স্বার্থে মধ্যপ্রদেশের সিওনি জেলায় চাইনিজ মাঞ্জা ও নাইলন সুতোর ব্যবহারে সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করেছে জেলা প্রশাসন। জেলা শাসক ও জেলা দণ্ডাধিকারী শীতলা পাটলে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা, ২০২৩–এর ১৬৩ ধারায় সোমবার সন্ধ্যায় এই নির্দেশ জারি করেন।

জেলা প্রশাসন সূত্রে জানানো হয়েছে, আগামী ১৪ জানুয়ারি ২০২৬, উত্তরায়ণ (মকর সংক্রান্তি) উৎসবের সময় নাইলন, সিন্থেটিক উপাদান, কাচ বা তুলো প্রলেপযুক্ত মাঞ্জা (চাইনিজ মাঞ্জা) তৈরি, মজুত, বিক্রি, কেনাবেচা ও ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। প্রশাসনের মতে, এই ধরনের মাঞ্জা মানুষের পাশাপাশি পাখি ও পশুর জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ এবং পরিবেশেরও গুরুতর ক্ষতি করে।

জেলার সমস্ত তহসিলদার ও থানার ভারপ্রাপ্ত আধিকারিকদের নিজ নিজ এলাকায় চাইনিজ মাঞ্জার বিরুদ্ধে কড়া নজরদারি ও কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা, ২০২৩–এর ২২৩ ধারায় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। এই নির্দেশ ২৯ ডিসেম্বর ২০২৫ থেকে আগামী দুই মাস পর্যন্ত কার্যকর থাকবে।

প্রশাসনের পক্ষ থেকে সাধারণ মানুষের কাছে নিরাপদ ও পরিবেশবান্ধব সুতির মাঞ্জা ব্যবহারের আহ্বান জানানো হয়েছে এবং উৎসবটি দায়িত্বশীলভাবে পালনের অনুরোধ করা হয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande