
কলকাতা, ৩০ ডিসেম্বর ( হি. স.) : পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে উত্তুরে হাওয়ায় বাধা পড়ায় দক্ষিণবঙ্গে ধীরে ধীরে বদলাতে চলেছে আবহাওয়া। আলিপুর আবহাওয়া দফতরের আঞ্চলিক অধিকর্তা হাবিবুর রহমান বিশ্বাস জানিয়েছেন, আগামী ২–৩ দিনে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে সর্বনিম্ন তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। বুধবার কলকাতায় রাতের তাপমাত্রা প্রায় ১৩ ডিগ্রির কাছাকাছি থাকবে। জানুয়ারির প্রথম দু’-তিন দিনে তা বেড়ে ১৪ থেকে ১৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকার সম্ভাবনা।অন্যদিকে, বর্ষবরণে উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় রয়েছে বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা। ৩১ ডিসেম্বর থেকে ২ জানুয়ারির মধ্যে দার্জিলিং, সান্দাকফু, ঘুম ও চটকপুরের মতো উঁচু পার্বত্য অঞ্চলে তুষারপাত হতে পারে বলে পূর্বাভাস। দার্জিলিং, কালিম্পং ও আলিপুরদুয়ার জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। দিনের তাপমাত্রা স্বাভাবিকের নিচে থাকলেও রাতের তাপমাত্রা কিছুটা বেশি থাকতে পারে।দক্ষিণবঙ্গে তাপমাত্রা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়বে কুয়াশার দাপট। ৩১ ডিসেম্বর সকালে হালকা কুয়াশার পর আকাশ পরিষ্কার থাকলেও ১ থেকে ৩ জানুয়ারি কলকাতা-সহ উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম ও ঝাড়গ্রামে কুয়াশার ঘনঘটা বাড়বে। উত্তরবঙ্গের একাধিক জেলায় ঘন কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে, কিছু এলাকায় দৃশ্যমানতা ৫০ মিটার পর্যন্ত নেমে আসতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়