
মালদা, ৩০ ডিসেম্বর ( হি. স.)- মালদায় এসআইআর সংক্রান্ত শুনানি ও ভোটার তালিকা সংশোধনের কাজকর্ম সরেজমিনে খতিয়ে দেখতে চাঁচল ও হরিশ্চন্দ্রপুর ব্লক পরিদর্শন করলেন নির্বাচন পর্যবেক্ষক তন্ময় চক্রবর্তী। মঙ্গলবার তিনি সংশ্লিষ্ট ব্লক অফিসগুলিতে গিয়ে ভোটার তালিকা সংশোধন ও শুনানির সম্পূর্ণ প্রক্রিয়া প্রত্যক্ষভাবে পর্যবেক্ষণ করেন।পরিদর্শনকালে নির্বাচন পর্যবেক্ষক ব্লক প্রশাসনের আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন। সেখানে এস আই আর সংক্রান্ত বিভিন্ন অভিযোগ, আবেদন নিষ্পত্তির বর্তমান অগ্রগতি এবং শুনানির পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষ করে বয়স্ক, শারীরিকভাবে অক্ষম ও বিশেষ শ্রেণির ভোটারদের ক্ষেত্রে কোনও ধরনের হয়রানি হচ্ছে কি না, সে বিষয়েও তিনি খোঁজ নেন।তন্ময় চক্রবর্তী আধিকারিকদের নির্দেশ দেন, যাতে সাধারণ মানুষের অভিযোগ দ্রুত, স্বচ্ছ ও নিয়ম মেনে নিষ্পত্তি করা হয়। তিনি বলেন, ভোটার তালিকার নির্ভুলতা বজায় রাখা যেমন জরুরি, তেমনই ভোটারদের সম্মান ও সুবিধাকেও সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।এই দিনের পরিদর্শনে নির্বাচন পর্যবেক্ষক আইএএস তন্ময় চক্রবর্তীর পাশাপাশি উপস্থিত ছিলেন চাঁচল মহকুমা শাসক ঋত্বিক হাজরা এবং জেলা ও ব্লক স্তরের একাধিক প্রশাসনিক আধিকারিক। প্রশাসনের তরফে জানানো হয়েছে, পর্যবেক্ষকের নির্দেশ মেনে এসআইআর সংক্রান্ত কাজ আরও গতিশীল ও স্বচ্ছভাবে চালানো হবে।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়