স্পিন-বোলিং কোচ হিসেবে ক্রিস্টেন বিমসকে নিয়োগ করলো মুম্বই ইন্ডিয়ান্স
মুম্বই, ৩০ ডিসেম্বর (হি.স.) : মহিলা প্রিমিয়ার লিগের ( ডব্লিউপিএল) বর্তমান চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স (এমআই) আসন্ন মরশুমের জন্য অস্ট্রেলিয়ার প্রাক্তন লেগ-স্পিনার ক্রিস্টেন বিমসকে তাদের স্পিন-বোলিং কোচ হিসেবে মনোনীত করেছে। ৪১ বছর বয়সী এই খেলো
স্পিন-বোলিং কোচ হিসেবে ক্রিস্টেন বিমসকে নিয়োগ দিল মুম্বই ইন্ডিয়ান্স


মুম্বই, ৩০ ডিসেম্বর (হি.স.) : মহিলা প্রিমিয়ার লিগের ( ডব্লিউপিএল) বর্তমান চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স (এমআই) আসন্ন মরশুমের জন্য অস্ট্রেলিয়ার প্রাক্তন লেগ-স্পিনার ক্রিস্টেন বিমসকে তাদের স্পিন-বোলিং কোচ হিসেবে মনোনীত করেছে।

৪১ বছর বয়সী এই খেলোয়াড় ২০১৪ থেকে ২০১৭ সাল পর্যন্ত তিনটি ফর্ম্যাটেই অস্ট্রেলিয়ার প্রতিনিধিত্ব করেছেন। তিনি এমআই সাপোর্ট স্টাফে প্রধান কোচ লিসা কেইটলি, বোলিং কোচ এবং পরামর্শদাতা ঝুলন গোস্বামী, ব্যাটিং কোচ দেবিকা পালশিকর এবং ফিল্ডিং কোচ নিকোল বোল্টনের সঙ্গে যোগ দেবেন।

বিমস অস্ট্রেলিয়ার হয়ে একটি টেস্ট, ৩০টি ওয়ানডে এবং ১৮টি টি-২০ খেলেছেন এবং ২০১৫-১৬ থেকে ২০১৯-২০ পর্যন্ত মহিলা বিগ ব্যাশ লীগে (ডব্লিউবিবিএল) মেলবোর্ন স্টার্সের হয়ে খেলেছেন।

এরপর তিনি ডব্লিউ বিএল, দ্য হান্ড্রেড এবং অস্ট্রেলিয়া অনূর্ধ্ব-১৯ মহিলা দলের কোচিংয়ে মনোনিবেশ করেন।

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি




 

 rajesh pande