
কলকাতা, ৩০ ডিসেম্বর (হি. স.) : প্রখ্যাত ক্রীড়া সাংবাদিক এবং কলকাতা স্পোর্টস জার্নালিস্টস ক্লাবের প্রাক্তন সম্পাদক গৌরী শঙ্কর মিত্র প্রয়াত হলেন। মঙ্গলবার সকালে শহরের এক বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৭ বছর। তিনি এক পুত্র ও এক কন্যাকে রেখে গেছেন। ক্রীড়া সাংবাদিকতার জগতে - 'গৌরী দা' নামেই সুপরিচিত । তাঁর দীর্ঘ কর্মজীবন শুরু ও শেষ করেছিলেন বর্তমানে বিলুপ্ত ‘অমৃতবাজার পত্রিকা’-তে। টেনিস ও কিউ স্পোর্টসের উপর তাঁর দখল ছিল বিশেষভাবে উল্লেখযোগ্য। পাশাপাশি ফুটবল ও অন্যান্য অলিম্পিক ক্রীড়ার খবরও নিয়মিত কভার করেছেন তিনি। কিছু সময় সাই ইস্টার্ন সেন্টারের অন্তর্গত ইন্ডিয়ান টেনিস অ্যাকাডেমির প্রশাসক হিসেবেও দায়িত্ব পালন করেন।
উল্লেখ্য, ১৯৮৭-৮৮ এবং ১৯৮৮-৮৯ সালে তিনি কলকাতা স্পোর্টস জার্নালিস্টস ক্লাবের সম্পাদক ছিলেন। তাঁর উদ্যোগে প্রকাশিত ক্লাবের বার্ষিক সংখ্যা আজও বিষয়বস্তু ও মানের জন্য স্মরণীয়। স্পষ্টভাষী ও আপসহীন মনোভাবের জন্য পরিচিত গৌরী দা ছিলেন তরুণ সাংবাদিকদের নির্ভরযোগ্য অভিভাবক। তাঁর প্রয়াণে ক্রীড়া সাংবাদিক মহলে গভীর শোকের ছায়া নেমে আসে।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত