
মুম্বই, ৩০ ডিসেম্বর (হি.স.) : ম্যাডক ফিল্মসের ব্যানারে নির্মিত ছবি ‘ইক্কিস’ আগামী ১ জানুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে। মুক্তির আগে মঙ্গলবার মুম্বইয়ে আয়োজিত ছবিটির বিশেষ স্ক্রিনিংয়ে উপস্থিত ছিলেন বলিউডের একাধিক তারকা। এই অনুষ্ঠানে আবেগঘন মুহূর্তের সৃষ্টি হয় সানি দেওল ও সলমন খানের উপস্থিতিতে।
স্ক্রিনিংয়ে পৌঁছে পাপারাজ্জিদের অনুরোধে প্রয়াত ধর্মেন্দ্রর পোস্টারের সামনে দাঁড়ান সানি দেওল। ক্যামেরার সামনে পোজ দেওয়ার আগে কয়েক মুহূর্ত নীরবে বাবার ছবির দিকে তাকিয়ে থাকেন তিনি। চোখের কোণে জমে ওঠা জল তাঁর আবেগ স্পষ্ট করে তোলে, যা অনুষ্ঠানে উপস্থিত অনেককেই নাড়িয়ে দেয়।
সম্প্রতি ৬০ বছরে পা রাখা সলমন খানও এই বিশেষ মুহূর্তে নিজেকে সংযত রাখতে পারেননি। ছবি তোলার সময় তাঁর চোখেও জল দেখা যায়। উল্লেখ্য, বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্রর প্রয়াণ ঘটে গত ২৪ নভেম্বর।
ফলে ‘ইক্কিস’-এর এই বিশেষ স্ক্রিনিং শুধুমাত্র একটি চলচ্চিত্র প্রদর্শনী নয়, বরং বলিউডের এক কিংবদন্তি অভিনেতার প্রতি এক নীরব, হৃদয়স্পর্শী শ্রদ্ধার রূপ নেয়।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য