
ডেবরা, ৩০ ডিসেম্বর ( হি. স.) : পশ্চিম মেদিনীপুরের ভারতপুর এলাকায় ১৪ ডিসেম্বর বিজেপির পরিবর্তন যাত্রার সভা চলাকালীন দলের কর্মী-সমর্থকদের উপর হামলার অভিযোগে তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতীদের গ্রেফতারের দাবিতে ফের উত্তাল হল ডেবরা থানা চত্বর। মঙ্গলবার বিজেপির পক্ষ থেকে ডেবরা থানার সামনে অবস্থান বিক্ষোভ ও থানা ঘেরাও কর্মসূচি পালন করা হয়।বিজেপি সূত্রে জানা গেছে, ঘটনার পর বিজেপি ঘাটাল সাংগঠনিক জেলার সভাপতি তন্ময় দাস ডেবরা থানায় এসে লিখিত অভিযোগ দায়ের করেন এবং প্রকাশ্যে জানান, সাত দিনের মধ্যে অভিযুক্ত তৃণমূল নেতাকে গ্রেফতার না করা হলে থানার সামনে বৃহত্তর আন্দোলনে নামবে দল। সেই ঘোষণা অনুযায়ী নির্ধারিত সময়সীমা পেরিয়ে যাওয়ায় মঙ্গলবার আট দিন পর আবারও থানার সামনে অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি নেওয়া হয়।বিক্ষোভস্থলে জেলা সভাপতি তন্ময় দাস-সহ বিজেপির একাধিক নেতা ও বহু কর্মী-সমর্থক উপস্থিত ছিলেন। তাঁরা স্লোগান তুলে অবিলম্বে অভিযুক্তদের গ্রেফতারের দাবি জানান এবং অভিযোগ করেন, পুলিশ প্রশাসন ইচ্ছাকৃতভাবে অভিযুক্ত তৃণমূল নেতাদের আড়াল করছে।বিজেপি নেতৃত্বের হুঁশিয়ারি, দ্রুত গ্রেফতার না হলে আগামী দিনে আন্দোলন আরও তীব্র হবে। যদিও পুলিশ প্রশাসনের তরফে জানানো হয়েছে, অভিযোগের ভিত্তিতে তদন্ত চলছে এবং আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়