
সামশেরগঞ্জ (মুর্শিদাবাদ), ৩০ ডিসেম্বর ( হি. স.) : এসআইআর হিয়ারিংয়ের নামে সাধারণ মানুষের হয়রানির অভিযোগ তুলে সামশেরগঞ্জ বিডিও অফিসে তীব্র বিক্ষোভে শামিল হল তৃণমূল কংগ্রেস। মঙ্গলবার সামশেরগঞ্জ বিধানসভার তৃণমূল বিধায়ক আমিরুল ইসলামের নেতৃত্বে বিডিও অফিস প্রাঙ্গণে দফায় দফায় স্লোগান তুলে প্রতিবাদ জানান দলীয় কর্মী-সমর্থকরা। বিক্ষোভকে ঘিরে প্রশাসনিক চত্বরে ব্যাপক হইচই সৃষ্টি হয়।তৃণমূল কংগ্রেসের অভিযোগ, এসআইআর হিয়ারিংয়ের নামে পরিকল্পিতভাবে সাধারণ ভোটারদের ডেকে এনে হয়রানি করা হচ্ছে। কোন কোন ভোটারকে হিয়ারিংয়ে ডাকা হবে, সে বিষয়ে কোনও স্পষ্ট বা প্রকাশ্য তালিকা না থাকায় চরম বিভ্রান্তি তৈরি হয়েছে। এর ফলে সাধারণ মানুষ আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন বলে দাবি তৃণমূল নেতৃত্বের। অবিলম্বে এসআইআর হিয়ারিংয়ের জন্য চিহ্নিত ভোটারদের পূর্ণাঙ্গ ও স্বচ্ছ তালিকা প্রকাশের দাবি জানানো হয়।এদিন বিধায়ক আমিরুল ইসলাম বলেন, “গণতান্ত্রিক অধিকার রক্ষার জন্যই আমরা পথে নেমেছি। ভোটারদের অযথা হয়রানি কোনওভাবেই বরদাস্ত করা হবে না। প্রশাসনকে স্বচ্ছতার সঙ্গে কাজ করতে হবে।” তিনি আরও বলেন, প্রতিটি হিয়ারিং টেবিলে বুথ লেভেল এজেন্ট (BLA) উপস্থিত না থাকলে পুরো প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠবে। তাই সব হিয়ারিংয়ে BLA-র উপস্থিতি বাধ্যতামূলক করার দাবি তোলা হয়েছে।বিক্ষোভে অংশ নেওয়া ভোটার রিজিয়া বিবি ও ইমতিয়াজ শেখ জানান, হঠাৎ হিয়ারিংয়ের ডাক পেয়ে তাঁরা ভীষণ আতঙ্কিত। দ্রুত এই সমস্যার সমাধান না হলে আন্দোলন আরও তীব্র হবে বলে হুঁশিয়ারি দিয়েছে তৃণমূল কংগ্রেস।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়