চলন্ত ট্রেন থেকে পড়ে মৃত্যু তৃণমূলের ছাত্র নেতার
মুর্শিদাবাদ, ৩০ ডিসেম্বর (হি.স.): চলন্ত ট্রেন থেকে পড়ে মৃত্যু হলো মুর্শিদাবাদ জেলার ফরাক্কার বেওয়া ২ পঞ্চায়েতের তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি বছর ২৩ এর কুলদীপ মণ্ডলের। তাঁর বাড়ি ফরাক্কা থানার রামনগরে। স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন মালদা থেকে ডাউন
চলন্ত ট্রেন থেকে পড়ে মৃত্যু তৃণমূলের ছাত্র নেতার


মুর্শিদাবাদ, ৩০ ডিসেম্বর (হি.স.): চলন্ত ট্রেন থেকে পড়ে মৃত্যু হলো মুর্শিদাবাদ জেলার ফরাক্কার বেওয়া ২ পঞ্চায়েতের তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি বছর ২৩ এর কুলদীপ মণ্ডলের। তাঁর বাড়ি ফরাক্কা থানার রামনগরে।

স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন মালদা থেকে ডাউন কাঞ্চনকন্যা এক্সপ্রেসে চেপে ফরাক্কায় বাড়ি ফিরছিলেন ওই যুবক। ট্রেনের দরজায় দাঁড়িয়ে থাকা অবস্থায় খালতিপুর স্টেশনের ঠিক আগে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ট্রেন থেকে নীচে পড়ে যান কুলদীপ। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande