শ্রীভূমির লঙ্গাই-চান্দখানি সড়কে সবধরনের যান চলাচল সাময়িকভাবে বন্ধ
শ্রীভূমি (অসম), ৩০ ডিসেম্বর (হি.স.) : শ্রীভূমি জেলার অন্তৰ্গত লঙ্গাই-চান্দখানি সড়কে আগামী ১ জানুয়ারি থেকে পুনারাদেশ না দেওয়া পর্যন্ত প্রতিদিন সকাল ৮-টা থেকে সন্ধ্যা ৫-টা পর্যন্ত সব ধরনের যান চলাচল সাময়িক ভাবে বন্ধ থাকবে। পূর্ত বিভাগের নিলামবাজারে
শ্রীভূমির লঙ্গাই-চান্দখানি সড়কে সবধরনের যান চলাচল সাময়িকভাবে বন্ধ


শ্রীভূমি (অসম), ৩০ ডিসেম্বর (হি.স.) : শ্রীভূমি জেলার অন্তৰ্গত লঙ্গাই-চান্দখানি সড়কে আগামী ১ জানুয়ারি থেকে পুনারাদেশ না দেওয়া পর্যন্ত প্রতিদিন সকাল ৮-টা থেকে সন্ধ্যা ৫-টা পর্যন্ত সব ধরনের যান চলাচল সাময়িক ভাবে বন্ধ থাকবে।

পূর্ত বিভাগের নিলামবাজারে অবস্থিত দক্ষিণ শ্রীভূমি টেরিটোরিয়াল রোড সাবডিভিশনের সহকারী নির্বাহী বাস্তুকার এক বিজ্ঞপ্তি যোগে জানিয়েছেন, লঙ্গাই-চান্দখানি সড়কের ৩ হাজার মিটার অংশ জুনিটিলা থেকে ৬ হাজার মিটার, জালালনগর পর্যন্ত অংশে মুখ্যমন্ত্রীর পাকা পথ নির্মাণ যোজনার অধীনে আইসিবিপি ব্লক বসানোর কাজের জন্য ওই সড়ক পয়লা জানুয়ারি থেকে প্রতিদিন সকাল ৮-টা থেকে সন্ধ্যা ৫-টা পর্যন্ত সব ধরনের যানবাহন চলাচলের জন্য সাময়িক ভাবে বন্ধ রাখা হবে।

তাই সড়ক নির্মাণ চলাকালীন বিকল্প সড়ক হিসেবে নিলামবাজারের দিক থেকে শ্রীভূমির দিকে আগত সবধরনের যানবাহন চালকদের নিলামবাজার-ফকিরাবাজার সড়ক থেকে ৩৭ নম্বর জাতীয় সড়ক হয়ে চলাচল করতে এবং শ্রীভূমির দিক থেকে যাওয়া যানবাহন চালকদের লঙ্গাই রোড ও আজাদ সাগর রোড, তারপর ৩৭ নম্বর জাতীয় সড়ক থেকে পনেরোঘর দিয়ে মহিশাসন হয়ে নিলামবাজার পর্যন্ত চলাচল করতে পরামর্শ দেওয়া হয়েছে। পুনরাদেশ না দেওয়া পর্যন্ত এই প্রক্রিয়া বহাল থাকবে বলে জানানো হয়েছে।

হিন্দুস্থান সমাচার / মনোজিৎ দাস




 

 rajesh pande