পাঁশকুড়ায় বাসের ভেতরে কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য
পূর্ব মেদিনীপুর, ৩০ ডিসেম্বর (হি.স.) : পূর্ব মেদিনীপুর জেলার তমলুকের পাঁশকুড়া স্টেশন সংলগ্ন বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা একটি বাসের ভেতরে এক বাস কর্মচারীর ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। নিহত ব্যক্তির নাম শেখ মিরাজ (৪২)
পাঁশকুড়ায় বাসের ভেতরে কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য


পূর্ব মেদিনীপুর, ৩০ ডিসেম্বর (হি.স.) : পূর্ব মেদিনীপুর জেলার তমলুকের পাঁশকুড়া স্টেশন সংলগ্ন বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা একটি বাসের ভেতরে এক বাস কর্মচারীর ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। নিহত ব্যক্তির নাম শেখ মিরাজ (৪২), যিনি হুগলি জেলার গোঘাট থানার অন্তর্গত উল্লামপুর এলাকার বাসিন্দা।

তথ্য অনুযায়ী, পাঁশকুড়া-বর্ধমান রুটের একটি বাস রাতভর পাঁশকুড়া স্টেশন সংলগ্ন বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকে এবং প্রতিদিন ভোর ৪.১৫ মিনিট নাগাদ বর্ধমানের উদ্দেশ্যে রওনা হয়। মঙ্গলবার ভোরে, নির্ধারিত সময়ের আগেই বাসের ভেতরে ওই কর্মীর মৃতদেহ ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়।

মৃত্যুর কারণ এখনও স্পষ্ট নয়। খবর পেয়ে পাঁশকুড়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। মৃতের পরিবারকে ঘটনার কথা জানানো হয়েছে। ঘটনাটি আত্মহত্যা নাকি হত্যা তদন্ত করছে পুলিশ।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande