মিশন শক্তি কেন্দ্র আরও শক্তিশালী করতে উদ্যোগী যোগী সরকার, স্কুটি ও মোবাইল দেওয়ার পরিকল্পনা
লখনউ, ৩০ ডিসেম্বর (হি.স.) : রাজ্যে নারী নিরাপত্তা, সম্মান ও স্বনির্ভরতা নিশ্চিত করতে মিশন শক্তি অভিযানের আওতায় গঠিত কেন্দ্রগুলিকে আরও কার্যকর ও গতিশীল করতে নতুন পদক্ষেপ নিচ্ছে উত্তর প্রদেশ সরকার। আগামী বছরে রাজ্যজুড়ে থাকা ১,৬০০টি মিশন শক্তি কেন্দ্
মিশন শক্তি কেন্দ্র আরও শক্তিশালী করতে উদ্যোগী যোগী সরকার, স্কুটি ও মোবাইল দেওয়ার পরিকল্পনা


লখনউ, ৩০ ডিসেম্বর (হি.স.) : রাজ্যে নারী নিরাপত্তা, সম্মান ও স্বনির্ভরতা নিশ্চিত করতে মিশন শক্তি অভিযানের আওতায় গঠিত কেন্দ্রগুলিকে আরও কার্যকর ও গতিশীল করতে নতুন পদক্ষেপ নিচ্ছে উত্তর প্রদেশ সরকার। আগামী বছরে রাজ্যজুড়ে থাকা ১,৬০০টি মিশন শক্তি কেন্দ্রকে আধুনিক সরঞ্জামে সজ্জিত করার পরিকল্পনা নেওয়া হয়েছে।

মঙ্গলবার সরকারি সূত্রে জানা গিয়েছে, ২০২৬ সালে প্রতিটি মিশন শক্তি কেন্দ্রে চারটি করে স্কুটি এবং একটি করে মোবাইল হ্যান্ডসেট দেওয়ার প্রস্তুতি চলছে। এই লক্ষ্যে মোট ৬,৪০০টি স্কুটি ও ১,৬০০টি মোবাইল কেনার প্রস্তাব তৈরি করা হচ্ছে। এর জন্য আনুমানিক ৬৭ কোটি টাকা ব্যয় হতে পারে। বাজেট বরাদ্দ মিললেই পরবর্তী আর্থিক বছরে সরঞ্জাম কেনার প্রক্রিয়া শুরু হবে।

নারী ও শিশু নিরাপত্তা সংগঠনের নোডাল আধিকারিক এডিজি পদ্মজা চৌহান জানান, মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নির্দেশে মিশন শক্তি ৫.০ অভিযানের অধীনে রাজ্যে এই কেন্দ্রগুলি স্থাপন করা হয়েছে। নতুন যানবাহন ও প্রযুক্তিগত সহায়তা পেলে গ্রাম ও মফস্বল স্তরে মিশন শক্তি টিমের পৌঁছনো আরও সহজ হবে এবং নারী সংক্রান্ত অভিযোগে দ্রুত ব্যবস্থা নেওয়া সম্ভব হবে।

মোবাইল হ্যান্ডসেটের মাধ্যমে রিয়েল-টাইম মনিটরিং, অভিযোগ নথিভুক্তকরণ এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় আরও জোরদার হবে বলে প্রশাসনের দাবি। পাশাপাশি স্কুটি থাকায় জরুরি পরিস্থিতিতে দ্রুত ঘটনাস্থলে পৌঁছতে পারবেন মিশন শক্তির মহিলা কর্মী ও পুলিশ টিম।

প্রশাসনের মতে, নতুন এই পরিকাঠামো মিশন শক্তি কেন্দ্রগুলির কার্যক্ষমতা উল্লেখযোগ্যভাবে বাড়াবে এবং নারী অপরাধ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। যোগী সরকারের লক্ষ্য, উত্তর প্রদেশকে নারীদের জন্য নিরাপদ ও অনুকূল রাজ্য হিসেবে গড়ে তোলা, যেখানে তাঁরা ভয়মুক্ত পরিবেশে শিক্ষা, কর্মসংস্থান ও সামাজিক জীবনে এগিয়ে যেতে পারেন।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande