
ওরাই, ৩০ ডিসেম্বর (হি.স.) : উত্তর প্রদেশের জালৌনে মঙ্গলবার সকালে নদীগাঁও থানার অন্তর্গত সাদুপুরা গ্রামের কাছে একটি খাদে উদ্ধার হয় এক ব্যক্তির দেহ। নিহতের নাম বসন্ত কুমার পাল (৪৫)। পুলিশ সূত্রে জানা গেছে, তিনি সাদুপুরার বাসিন্দা। পেশায় একজন পেট্রোল পাম্প এর কর্মী।
এদিন এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, বিগত দুই দিন ধরে নিখোঁজ ছিলেন বসন্ত। মঙ্গলবার সকালে গ্রামবাসীরা কোঞ্চ-নদীগাঁও সড়কের কাছে একটি খাদের মধ্যে মৃতদেহ এবং তার পাশেই একটি বাইক পড়ে থাকতে দেখে । এই ঘটনার পর স্থানীয়রা পুলিশকে খবর দেয় ।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়। পরিবারের সদস্যদের দাবি , কেউ বা কারা তাঁকে খুন করেছে । দুদিন ধরেই তিনি নিখোঁজ ছিলেন । তবে প্রাথমিকভাবে পুলিশ দুর্ঘটনা মনে করছেন । তবে এর নেপথ্যে রয়েছে কী কারণ , তা খতিয়ে দেখতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
---------------
হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক