
কটক, ৩০ ডিসেম্বর হি. স.) : বিজয় মার্চেন্ট ট্রফি এলিটে মণিপুরের বিরুদ্ধে বাংলার দাপট বজায় রয়েছে। ফলো অনে বাধ্য করে। বেকায়দায় বিপক্ষের শিবিরে ধস।সুতরাং ইনিংস জয় সুনিশ্চিত করতে চাই আরো ৩টি উইকেট। সেদিকেই তাকিয়ে রয়েছে বাংলা দল। উল্লেখ্য, প্রথম ইনিংসে ৯০ ও দ্বিতীয় ইনিংসে সংগ্রহ ৭/৯২ রান। বাংলা ২৭০ রানে এগিয়ে রয়েছে ।
অনূর্ধ্ব ১৬ বিজয় মার্চেন্ট ট্রফিতে এলিট গ্রুপ 'সি'-তে শেষ খেলায় ইনিংস জয়ের দোরগোড়ায় বাংলা। মণিপুরকে ফলো - অন করানোর পর দ্বিতীয় দিনের শেষে বাংলা জয় থেকে আর ৩ উইকেট দূরে রয়েছে। এদিকে, বাংলা ৬/৪৫২ রান তুলে ইনিংস ডিক্লেয়ার্ড ঘোষণা করে। ফলে, এদিন আর ব্যাট করেনি। মণিপুরের প্রথম ইনিংস ৫০.৫ ওভারে মাত্র ৯০ রানে শেষ হয়। মাভেরিক ওয়াকাম্বাম ও স্বাভিমান- দুজনেই ব্যক্তিগত ২০ রান করে। কৌশিক বাউড়ি চারটি, ত্রিপর্ণ সামন্ত ৩টি, সায়ক জানা ২টি ও আকাশ যাদব একটি উইকেট নেয়।
ফলো অনে বাধ্য হয়ে দ্বিতীয় দিনের শেষে মণিপুর ৪৩.৪ ওভারে ৭/৯২ রান তোলে। সাঞ্জেনবাম ইন্দ্রকুমার - ৩৯ রান সর্বাধিক করে আউট হয়েছে । ত্রিপর্ণ সামন্ত ৩টি, উৎসব শুক্লা ২টি উইকেট নেয়। ১টি করে উইকেট কৌশিক বাউড়ি ও সায়ক জানার ঝুলিতে গেছে। উল্লেখ্য, এলিট গ্রুপ 'সি '- তে বাংলা এই মুহূর্তে ৪ ম্যাচে ৮ পয়েন্ট জিতে নিয়ে পয়েন্ট তালিকার ৫ নম্বরে বর্তমানে রয়েছে।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত