
বাকসা (অসম), ৩০ ডিসেম্বর (হি.স.) : অনুপ্রবেশকারীদের জন্য দরজা খুলে দিয়েছে পশ্চিমবঙ্গ সরকার, কলকাতায় অনুষ্ঠিত সাংবাদিক সম্মেলনে পশ্চিমবঙ্গে অনুপ্রবেশ সংক্রান্ত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের মন্তব্যকে সমর্থন করে বলেছেন অসমের মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মা। ড. শৰ্মা বলেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দাবি বাস্তব পরিস্থিতির প্রতিফলন। একই সঙ্গে তিনি পশ্চিমবঙ্গ-বাংলাদেশ সীমান্তে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
আজ মঙ্গলবার এখানে এক সরকারি কর্মসূচিতে এসেছিলেন মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মা। কর্মসূচির ফাঁকে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় কলকাতায় অনুষ্ঠিত সাংবাদিক সম্মেলনে অমিত শাহের বক্তব্যর প্রতিক্রিয়া দিচ্ছিলেন হিমন্তবিশ্ব শর্মা। তিনি বলেন, ‘অসম ও ত্রিপুরা অনুপ্রবেশের বিরুদ্ধে যখন লড়াই করছে, তখন পশ্চিমবঙ্গ অনুপ্রবেশকারীদের জন্য দরজা খুলে দিচ্ছে। পশ্চিমবঙ্গের বাংলাদেশ সীমান্তে আমাদের কঠোর পদক্ষেপ নিতে হবে। স্বরাষ্ট্রমন্ত্রী একটি জাতীয় গ্রিডের প্রস্তাব দিয়েছেন, আমরা তাকে স্বাগত জানাই।’
প্ৰসঙ্গত, আজ কলকাতায় এক সাংবাদিক সম্মেলনে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস নেতৃত্বাধীন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে কড়া ভাষায় আক্রমণ করেছেন অমিত শাহ। অমিত শাহ অভিযোগ করেছেন, ভোটের স্বার্থে তৃণমূল সরকার বাংলাদেশ থেকে অনুপ্রবেশে মদত দিচ্ছে, যা জাতীয় নিরাপত্তার জন্য হুমকি। তিনি অভিযোগ করেন, সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য প্রয়োজনীয় জমি বরাদ্দ করছে না পশ্চিমবঙ্গ সরকার, ফলে অনুপ্রবেশ রুখতে সমস্যা হচ্ছে।
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস