
কলকাতা, ৩০ ডিসেম্বর (হি.স.): ২০২৫ সাল কলকাতা ও গোটা বাংলার জনজীবন ও রাজনীতিতে রেখে গেল একাধিক স্মৃতি। সব মিলিয়ে রাজ্যজুড়ে ঘটনার ঘনঘটা। তারই একঝলক এই বিশেষ প্রতিবেদনে|
জানুয়ারি
দল বিরোধী কাজের অভিযোগে তৃণমূলের প্রাক্তন সাংসদ চিকিৎসক শান্তনু সেন ও প্রাক্তন বিধায়ক আরাবুল ইসলামকে সাসপেন্ড করে তৃণমূল।
রেশন বণ্টন দুর্নীতি মামলায় গ্রেফতারির ১৫ মাস পরে জামিন পেলেন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ৷
জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় শিয়ালদা অতিরিক্ত দায়রা আদালতের বিচারক এই ঘটনায় তাকে দোষী সাব্যস্ত করেন৷ যাবজ্জীবন কারাবাসের সাজা শোনান।
ফেব্রুয়ারি
রাজ্য সরকারি কর্মচারীদের ৪ শতাংশ ডিএ বৃদ্ধির ঘোষণা করে রাজ্য সরকার৷
প্রয়াত প্রবীণ সঙ্গীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায়৷
নিয়োগ দুর্নীতিতে ইডি-সিবিআইয়ের মামলায় জামিন পেলেন অভিযুক্ত সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকু।
মার্চ
তৃণমূল অধ্যাপক সংগঠনের বার্ষিক আলোচনা সভাকে ঘিরে ধুন্ধুমার কাণ্ড ঘটলো যাদবপুর বিশ্ববিদ্যালয়ে৷ এই আলোচনা সভায় বক্তৃতা দেওয়ার পর পড়ুয়ারা শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর গাড়ি ধরে বিক্ষোভ দেখাতে থাকেন৷
বেলগাছিয়ায় ভাগাড়ে বিশাল ধস নামে৷ দিনের পর দিন আবর্জনা ফেলে একটি বিশাল স্তূপ তৈরি হয়েছিল৷ ধসে এলাকার বাড়ি-ঘর ক্ষতিগ্রস্ত হয়৷ রাস্তাঘাট ভেঙে যায়, বিদ্যুতের খুঁটি উপড়ে পড়ে ৷ জলের পাইপলাইন ফেটে যায়।
কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের নির্দেশে চাকরি বাতিল হয় তৃণমূলের শিক্ষা সেলের সাধারণ সম্পাদকে শেখ সিরাজুল ইসলামের।
অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের কেলগ কলেজে বক্তৃতা দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷
পাথরপ্রতিমায় বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে মৃত্যু একই পরিবারের সাত জনের৷
এপ্রিল
২০১৬ সালের এসএসসির নিয়োগের সম্পূর্ণ প্যানেল বাতিল করে দেশের সুপ্রিম কোর্ট৷
শুরু হলো কালীঘাটের স্কাইওয়াক৷
তৎকালীন প্রধান বিচারপতি সঞ্জীব খান্না ও বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চ 'যোগ্য' চাকরিহারা শিক্ষকদের কাজের মেয়াদ বৃদ্ধি করে৷ প্রধান বিচারপতির বেঞ্চ জানায়, নবম-দশম এবং একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষকরা চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত স্কুলে পড়াতে যেতে পারবেন। এদিকে গ্রুপ-সি ও ডি কর্মীদের ক্ষেত্রে এই মেয়াদ বৃদ্ধি কার্যকর হচ্ছে না, জানায় শীর্ষ আদালত৷
রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ দলেরই সদস্য রিঙ্কু মজুমদারকে বিয়ে করেন৷
পহেলগামের ঘটনার পর ভারত-পাকিস্তান সীমান্তে পাঞ্জাবের ফিরোজপুরে বিএসএফ জওয়ান পূর্ণমকুমার সাউকে আটক করে পাক রেঞ্জার৷
দিঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷
মে
প্রয়াত হলেন সিপিএম নেতা তথা এসএফআই-এর প্রাক্তন সর্বভারতীয় সাধারণ সম্পাদক নেপালদেব ভট্টাচার্য।
বিএসএফ জওয়ান পূর্ণমকুমার সাউকে ছেড়ে দেয় পাকিস্তান রেঞ্জার। রিষড়ায় নিজের বাড়িতে ফেরেন তিনি।
ডিএ মামলায় সুপ্রিম কোর্ট রাজ্য সরকারকে জুন মাসের মধ্যে সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ বাবদ ২৫ শতাংশ মিটিয়ে দেওয়ার নির্দেশ দেয়।।
আলিপুরদুয়ারে আসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
জুন
নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বিজেপির সভায় যোগ দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ।
ওবিসি সংক্রান্ত বিধি পাশ হল রাজ্য মন্ত্রিসভায়।
কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ রাজ্যের নতুন ওবিসি তালিকা-সহ এই বিষয়ের যাবতীয় বিজ্ঞপ্তির উপর ৩১ জুলাই পর্যন্ত স্থগিতাদেশ জারি করে।
কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ কেন্দ্রীয় সরকারকে নির্দেশ দেয়, রাজ্যে একশো দিনের কাজের প্রকল্প ফের চালু করতে হবে।
প্রয়াত সাহিত্যিক প্রফুল্ল রায়।
নদিয়ার কালীগঞ্জ বিধানসভার উপনির্বাচনে তৃণমূলের প্রার্থী প্রয়াত বিধায়ক নাসিরুদ্দিন আহমেদের মেয়ে আলিফা আহমেদ জয়ী হন।
সিপিএমের যুব সংগঠন ডিওয়াইএফআই-এর নতুন রাজ্য সম্পাদক হলেন ধ্রুবজ্যোতি সাহা।
কলকাতার সরকারি আইন কলেজের ভিতরে আইনের পড়ুয়াকে ধর্ষণের অভিযোগ ওঠে ওই কলেজেরই প্রাক্তন পড়ুয়া তথা টিএমসিপি নেতার বিরুদ্ধে।
কোঝিকোড়ে ১৮-তম সর্বভারতীয় সম্মেলনে এসএফআই-এর সাধারণ সম্পাদক হলেন সৃজন ভট্টাচার্য।
জুলাই
রাজ্যের সব কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের ইউনিয়ন কক্ষ বন্ধ রাখার নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট৷
বঙ্গ বিজেপির সভাপতি নির্বাচিত হলেন শমীক ভট্টাচার্য।
বঙ্গ বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি অসীমকুমার ঘোষকে হরিয়ানার রাজ্যপাল নিয়োগ করা হয়।
দুর্গাপুরে জনসভা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর।
ওবিসি বিজ্ঞপ্তি সংক্রান্ত মামলায় কলকাতা হাই কোর্টের স্থগিতাদেশের রায়কে ‘আপাত ভাবে ভ্রান্ত’ ও ‘আশ্চর্যজনক’ বলে আখ্যা দিল সুপ্রিম কোর্ট।
মেট্রো স্টেশনের আপ প্ল্যাটফর্মে ফাটল ধরায় যাত্রী পরিষেবা বন্ধ হয় নিউ গড়িয়া সংলগ্ন কবি সুভাষ মেট্রো স্টেশনে।
নেতাজি ইনডোর স্টেডিয়ামে পুজোর উদ্যোক্তাদের জন্য ১ লক্ষ ১০ হাজার টাকা দেওয়ার ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
আগস্ট
লোকসভায় দলের নেতা হলেন সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
লোকসভায় দলের নতুন মুখ্য সচেতক হিসেবে কাকলি ঘোষদস্তিদারের নাম ঘোষণা তৃণমূলের।
প্রয়াত ইতিহাসবিদ রজতকান্ত রায়।
কলকাতার তিনটি মেট্রো-পথ এবং কোনা এক্সপ্রেসওয়ের সম্প্রসারণ প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
শিক্ষক নিয়োগ দুর্নীতিতে মুর্শিদাবাদের বড়ঞার বিধায়ক তৃণমূলের জীবনকৃষ্ণ সাহাকে তাঁর বাড়ি থেকে গ্রেফতার করে ইডি।
সেপ্টেম্বর
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঝিল থেকে উদ্ধার এক পড়ুয়ার দেহ।
২০১৬ সালের এসএসসি নিয়োগের দ্বিতীয় দফার পরীক্ষা সম্পন্ন হল।
রাতভর বৃষ্টিতে ডুবল কলকাতা৷ তড়িদাহত হয়ে মৃত্যু ১০ জনের।
অক্টোবর
জলপাইগুড়ি, দার্জিলিং, আলিপুরদুয়ারে প্রবল বৃষ্টির জেরে ধস নামে৷ বন্যা পরিস্থিতি তৈরি হয়৷ নদীর স্রোতে সেতু ভেঙে যায়৷ বিপর্যস্ত নেপাল ও সিকিম।
নাগরাকাটায় ত্রাণ দিতে গিয়ে আক্রান্ত হন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ, সাংসদ খগেন মুর্মু৷ তিনি গুরুতর আহত হন।
নিউটাউন ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যান হলেন প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়।
পশ্চিমবঙ্গ-সহ ন'টি রাজ্য ও তিনটি কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর এর ঘোষণা নির্বাচন কমিশনের।
হাওড়া পুরসভার প্রশাসকমণ্ডলীর চেয়ারপার্সন পদত্যাগ করার পরে ভেঙে দেওয়া হল প্রশাসকমণ্ডলীর বোর্ড।
নভেম্বর
শিক্ষাকর্মীদের অযোগ্যদের তালিকা প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন।
শুরু হল ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন এসআইআর-এর কাজ।
প্রকাশিত হল স্কুল সার্ভিস কমিশনের একাদশ ও দ্বাদশের লিখিত পরীক্ষার ফল।
তৃণমূল নেতা পার্থ চট্টোপাধ্যায় জামিনে মুক্তি পেয়ে বাড়ি ফিরলেন।
কলকাতা হাইকোর্টের রায়ে বিধায়ক পদ খারিজ কৃষ্ণনগর (উত্তর) কেন্দ্রে বিজেপির প্রতীকে নির্বাচিত মুকুল রায়ের।
এসএসসি-র নবম-দশম শ্রেণিতে শিক্ষক নিয়োগের পরীক্ষার ফল প্রকাশিত হল।
বদলে গেল রাজভবনের নাম। নতুন নাম হল, ‘লোকভবন’।
কমিশনের নতুন নির্দেশে এনুমারেশন পর্বের শেষ দিন ৪ ডিসেম্বর থেকে বাড়িয়ে করা হল ১১ ডিসেম্বর।
ডিসেম্বর
রাজ্যের ৩২ হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি বহাল রাখল কলকাতা হাই কোর্টের ডিভিশন বেঞ্চ।
সাসপেন্ড হলেন মুর্শিদাবাদের ভরতপুরের তৃণমূল কংগ্রেস বিধায়ক হুমায়ুন কবীর।
বাংলাদেশ থেকে মালদার মহদিপুর সীমান্ত দিয়ে আট বছরের ছেলেকে নিয়ে ভারতে ফিরলেন বীরভূমের অন্তঃসত্ত্বা পরিযায়ী শ্রমিক সোনালি।
মুর্শিদাবাদের রেজিনগরে সভা এবং সভামঞ্চে ফিতে কেটে প্রস্তাবিত ‘বাবরি মসজিদের’ শিলান্যাস করলেন তৃণমূলের সাসপেন্ড হওয়া বিধায়ক হুমায়ুন কবীর।
ব্রিগেড ময়দানে পাঁচ লক্ষ কণ্ঠে গীতা পাঠের কর্মসূচি।
আদালতে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় মৃত্যু হল তৃণমূল কর্মী ভোলা ঘোষের ছেলে। মৃত্যু হয় গাড়ির চালকেরও। এর জন্য সন্দেশখালির তৃণমূল নেতা শেখ শাহজাহানের দিকে অভিযোগের আঙুল ওঠে৷
এসআইআর-এর প্রথম দফার এনুমারেশন পর্ব শেষ হল।
শহরে এলেন লিওনেল মেসি। যুবভারতীতে লিওনেল মেসির অনুষ্ঠানে চরম বিশৃঙ্খলা। নির্ধারিত সময়ের আগেই মাঠ থেকে বের করে নিয়ে যাওয়া হয় মেসিকে৷ টিকিট কেটেও তাঁকে ভালো করে দেখতে না-পাওয়ার অভিযোগে ক্ষুব্ধ দর্শকরা স্টেডিয়ামে দেদার ভাঙচুর করেন৷ ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
রাজ্যে এলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ নদিয়ার তাহেরপুর যাওয়ার কথা থাকলেও কুয়াশার জন্য তাঁর কপ্টার নামতে পারেনি।
কলকাতায় এলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ| করলেন সাংবাদিক সম্মেলন|
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ