যুবসমাজকে নেশামুক্ত রাখতে ত্রিপুরা সরকার সর্বাত্মক উদ্যোগ নিচ্ছে : মন্ত্রী সুধাংশু
কুমারঘাট (ত্রিপুরা), ৩০ ডিসেম্বর (হি.স.) : যুবসমাজকে নেশামুক্ত রাখতে ত্রিপুরা সরকার সর্বাত্মক উদ্যোগ নিচ্ছে—এমনই বার্তা দিলেন প্রাণীসম্পদ বিকাশ দফতরের মন্ত্রী সুধাংশু দাস। সোমবার ঊনকোটি জেলার ফটিকরায় দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ের ৭৫ বছর পূর্তি উদ্‌যাপন
মন্ত্রী সুধাংশু দাস


কুমারঘাট (ত্রিপুরা), ৩০ ডিসেম্বর (হি.স.) : যুবসমাজকে নেশামুক্ত রাখতে ত্রিপুরা সরকার সর্বাত্মক উদ্যোগ নিচ্ছে—এমনই বার্তা দিলেন প্রাণীসম্পদ বিকাশ দফতরের মন্ত্রী সুধাংশু দাস। সোমবার ঊনকোটি জেলার ফটিকরায় দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ের ৭৫ বছর পূর্তি উদ্‌যাপন অনুষ্ঠানের সমাপ্তি অনুষ্ঠানের উদ্বোধনী বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, “সরকারের পাশাপাশি সমাজের প্রতিটি মানুষকে এগিয়ে এলে তবেই নেশা-সহ বিভিন্ন অপকর্মের বিরুদ্ধে শতভাগ সফলতা আসবে।”

ছাত্রছাত্রীদের ছোটবেলা থেকেই মানবিক মূল্যবোধে শিক্ষিত করে তুলতে শিক্ষকদের প্রতি আহ্বান জানান মন্ত্রী। তিনি বলেন, “আজকের সমাজে মানবিক মূল্যবোধসম্পন্ন মানুষের বড়ই প্রয়োজন। বাল্যবিবাহ থেকে শুরু করে সামাজিক নানা সমস্যার বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে হবে সকলে মিলে।”

বিদ্যালয়ের অতীতের স্মৃতিচারণ করতে গিয়ে মন্ত্রী সুধাংশু দাস জানান, এই বিদ্যালয় ফটিকরায় মহকুমার গর্ব। বহু কৃতি ছাত্রছাত্রী এখান থেকে উত্তীর্ণ হয়ে বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিত হয়েছেন।

অনুষ্ঠানে জেলা শিক্ষা আধিকারিক প্রশান্ত কিলিকদার, অনুষ্ঠানের সভাপতি প্রাক্তন শিক্ষক নীলকান্ত সিনহা, সহকারী প্রধান শিক্ষক কৃষ্ণরঞ্জন পাল বক্তব্য রাখেন। উপস্থিত ছিলেন ফটিকরায় গ্রাম পঞ্চায়েতের প্রধান সুমিতা দত্ত কর, রাজনগর পঞ্চায়েতের উপপ্রধান সুব্রত দাস, বিদ্যালয়ের এসএমসি চেয়ারপার্সন রমাপদ দে-সহ অন্যান্যরা।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande