
মহেশতলা, ৩০ ডিসেম্বর (হি. স.) : বাড়ির বন্ধ ঘর থেকে পিতাপুত্রের ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে দক্ষিণ চব্বিশ পরগনার মহেশতলা পুরসভার ৩০ নম্বর ওয়ার্ডে। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে। ইতিমধ্যেই ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে শুরু হয়েছে তদন্ত ।
মৃতদের নাম বাপ্পা নস্কর (৪০) ও তাঁর ছেলে রূপম নস্কর (১৪)। তাঁরা মহেশতলা পুরসভার ৩০ নম্বর ওয়ার্ডের মধ্যপাড়ার বাসিন্দা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, স্ত্রীর পরকীয়া সম্পর্কের কথা জানার পর থেকে সংসারে অশান্তি লেগে থাকত। এমনকী বহুবার ওই মহিলা হাতেনাতে ধরা পড়েছে বলে অভিযোগ। যা নিয়ে স্থানীয়দের হাতে মারও খেতে হয় তাঁকে। জানা যায়, মাস ছয়েক আগে স্বামী ও পুত্রকে ছেড়ে ওই মহিলা বাপের বাড়ি চলে যান। এরপর থেকে উত্তর ২৪ পরগনার খড়দায় থাকতেন। এর মধ্যেই মঙ্গলবার এই ঘটনায় শোকস্তব্ধ গোটা পরিবার।
মৃতের পরিবারের তরফে মহেশতলা থানায় পুত্রবধূর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। তদন্তকারীদের প্রাথমিক অনুমান, সোমবার রাতে সবার নজর এড়িয়ে ছেলেকে হত্যা করে ঝুলিয়ে দিয়ে নিজেও আত্মহত্যা করেন পেশায় গাড়িচালক বাবা। ঘটনার পরেই এলাকায় তীব্র উত্তেজনা ছড়ায়। স্ত্রীয়ের কড়া শাস্তির দাবিতে চলে বিক্ষোভ।ইতিমধ্যে দেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
হিন্দুস্থান সমাচার / সোনালি