সিপাহীজলায় ৭৫ কোটি টাকার গাঁজা গাছ ধ্বংস
বক্সনগর (ত্রিপুরা), ৩০ ডিসেম্বর (হি.স.) : সিপাহীজলা জেলায় অবৈধ মাদক চাষের বিরুদ্ধে বড়সড় অভিযান চালালো পুলিশ, বিএসএফ, টিএসআর ও বন দফতরের যৌথ বাহিনী। গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে মঙ্গলবার আনন্দপুর-ঘাঁটিগড় বিস্তীর্ণ বনাঞ্চলে এই অভিযান পরিচালিত হয়
গাঁজা বাগিচা ধ্বংস


বক্সনগর (ত্রিপুরা), ৩০ ডিসেম্বর (হি.স.) : সিপাহীজলা জেলায় অবৈধ মাদক চাষের বিরুদ্ধে বড়সড় অভিযান চালালো পুলিশ, বিএসএফ, টিএসআর ও বন দফতরের যৌথ বাহিনী। গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে মঙ্গলবার আনন্দপুর-ঘাঁটিগড় বিস্তীর্ণ বনাঞ্চলে এই অভিযান পরিচালিত হয়। প্রায় ১৮০ একর এলাকায় ছড়িয়ে থাকা আনুমানিক ১৫ লক্ষ গাঁজা গাছ ঘটনাস্থলেই ধ্বংস করে দেওয়া হয়। ধ্বংস হওয়া গাঁজার কালোবাজারি মূল্য প্রায় ৭৫ কোটি টাকা বলে অনুমান।

অভিযানে অংশ নেয় সোনামুড়া, বিশ্রামগঞ্জ, মেলাঘর ও বিশালগড় থানার পুলিশ, বিএসএফ-এর ৪২, ৪৩, ৪৯, ৬৯ ও ৮১ নম্বর ব্যাটালিয়নের জওয়ানরা, টিএসআর-এর ৯ ও ১৪ নম্বর ব্যাটালিয়ন (মহিলা সদস্যসহ), বন দফতরসহ অন্যান্য সহযোগী সংস্থা। এই যৌথ অভিযানের নেতৃত্ব দেন সিপাহীজলা জেলার পুলিশ সুপার ও বিএসএফ-এর ৮১ নম্বর ব্যাটালিয়নের কমান্ড্যান্ট।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জঙ্গলের ভেতরে দীর্ঘদিন ধরেই গোপনে গাঁজা চাষাবাদ চলছিল। সাম্প্রতিক সময়ে মাদকচক্রের সক্রিয়তা বেড়ে যাওয়ায় গোটা এলাকায় নজরদারি আরও জোরদার করা হয়েছিল। এরই পরিপ্রেক্ষিতে মঙ্গলবারের এই অভিযান পরিচালিত হয়।

সিপাহীজলা জেলা পুলিশ প্রশাসন জানিয়েছেন, এলাকায় অবৈধ গাঁজা চাষ সম্পূর্ণ নির্মূল করা এবং মাদকচক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে আগামীদিনেও ধারাবাহিক অভিযান অব্যাহত থাকবে।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande