
আগরতলা, ৩০ ডিসেম্বর (হি.স.) : ত্রিপুরার জুমিয়া ও বন-নির্ভর জনগোষ্ঠীর উন্নত ও টেকসই জীবিকায়নের লক্ষ্যে ত্রিপুরা রাবার প্ল্যান্টেশন কর্পোরেশন লিমিটেড (টি.আর.পি.সি.এল)-এর কাজকে আরও গতিশীল ও জনমুখী করার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করলেন মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা। মঙ্গলবার সচিবালয়ে তাঁর সভাপতিত্বে কর্পোরেশনের সার্বিক কাজকর্ম নিয়ে পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, টি.আর.পি.সি.এল শুধুমাত্র একটি কর্পোরেশন নয়, বরং রাজ্যের জুমিয়া পরিবারগুলির সামাজিক নিরাপত্তা ও আর্থসামাজিক উন্নয়নের গুরুত্বপূর্ণ মাধ্যম। রাবার চাষ রাজ্যের প্রান্তিক এলাকার মানুষের আয় বৃদ্ধি ও অর্থনীতিকে শক্তিশালী করতে বড় ভূমিকা পালন করছে বলেও তিনি উল্লেখ করেন। রাবার উৎপাদন ও সংগ্রহ প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখা এবং গুণগতমান নিশ্চিত করার প্রয়োজনীয়তার ওপর জোর দেন মুখ্যমন্ত্রী।
তিনি রাবার বোর্ডকে উন্নতমানের রাবার চারা সরবরাহে আরও সতর্ক হওয়ার পরামর্শ দেন। পাশাপাশি প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়নের মাধ্যমে যুব সমাজকে টি.আর.পি.সি.এল-এর সঙ্গে যুক্ত করার আহ্বান জানান। রাবার বাগান সম্প্রসারণের কাজ অব্যাহত রাখতেও কর্তৃপক্ষকে নির্দেশ দেন মুখ্যমন্ত্রী।
বৈঠকের শুরুতে জনজাতি কল্যাণ দফতর ও টি.আর.পি.সি.এল-এর সচিব কে. শশীকুমার কর্পোরেশনের বর্তমান কার্যক্রম, রাবার উৎপাদন ও বিপণন নীতি, পরিকাঠামোগত উন্নয়ন এবং চলমান ও প্রস্তাবিত প্রকল্পগুলির বিষয়ে সচিত্র প্রতিবেদন উপস্থাপন করেন। মুখ্যমন্ত্রী সার্বিক বিষয়ে বিস্তারিত খোঁজখবর নেন।
বৈঠকে সমবায়মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া, মুখ্যসচিব জে. কে. সিনহা, টি.আর.পি.সি.এল-এর চেয়ারপার্সন পাতাল কন্যা জমাতিয়া, মুখ্যমন্ত্রীর সচিব ডঃ পি. কে. চক্রবর্তী, অর্থসচিব অপূর্ব রায়, এম. ডি. ভানুমতি জি. সহ কর্পোরেশনের শীর্ষ আধিকারিকরা উপস্থিত ছিলেন।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ