
বক্সনগর (ত্রিপুরা), ৩০ ডিসেম্বর (হি.স.) : সিপাহীজলা জেলার যাত্রাপুর থানার সামনে নাকা পয়েন্ট এলাকায় কলেজছাত্রী অপহরণের প্রতিবাদে পথ অবরোধকে কেন্দ্র করে মঙ্গলবার বিকেল থেকে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। হিন্দু সনাতন সমাজ নামে একটি সংগঠনের ডাকে এই অবরোধ কর্মসূচি পালিত হয়।
অভিযোগ, নিদয়া পঞ্চায়েতের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সুপ্রিয়া সাহা (১৯) (কাল্পনিক নাম) নামে এক কলেজছাত্রীকে মঙ্গলবার সকালে নম্বরবিহীন একটি গাড়িতে তুলে অপহরণ করা হয়। এ ঘটনায় গ্রামেরই যুবক আছির হোসেনসহ আরও দুইজন জড়িত বলে পরিবারের অভিযোগ। অপহৃতা ছাত্রীর পিতা সুভাষ সাহা যাত্রাপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। তাঁর অভিযোগ, মেয়ের সঙ্গে থাকা স্বর্ণালঙ্কার ও নগদ টাকাও গায়েব।
ঘটনার পরই নিদয়া ও আশপাশের এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিকেল সাড়ে চারটা নাগাদ হিন্দু সনাতন সমাজের কর্মীরা যাত্রাপুর থানার সামনে নাকা পয়েন্ট এলাকায় পথ অবরোধ শুরু করেন। অবরোধকারীদের দাবি, অপহৃতা ছাত্রীর দ্রুত সন্ধান নিশ্চিত করা এবং অভিযুক্তদের অবিলম্বে গ্রেফতারর করে কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে।
অবরোধের জেরে সড়কের দুই প্রান্তে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়, সাধারণ যাত্রীদের চরম ভোগান্তিতে পড়তে হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অবরোধকারীদের সঙ্গে আলোচনা শুরু করে এবং পরিস্থিতি শান্ত রাখার আহ্বান জানায়। পুলিশ সূত্রে জানা গেছে, দায়ের হওয়া অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে এবং অপহৃতা ছাত্রীর সন্ধানে তল্লাশি অভিযান জোরদার করা হয়েছে।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ