কদমতলায় দুঃসাহসিক চুরি, নগদ টাকা ও সোনার গয়না উধাও
কদমতলা (ত্রিপুরা), ৩০ ডিসেম্বর (হি.স.) : উত্তর ত্রিপুরার কদমতলা থানার সারাসপুর গ্রামের ৪ নম্বর ওয়ার্ডের কালীবাজার রোডে সোমবার রাতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দা মণিন্দ্র দেবনাথের ছেলে মনীশ দেবনাথের বাড়িতে লোকজনের অনুপস্থিতির সুযোগে
চুরি


কদমতলা (ত্রিপুরা), ৩০ ডিসেম্বর (হি.স.) : উত্তর ত্রিপুরার কদমতলা থানার সারাসপুর গ্রামের ৪ নম্বর ওয়ার্ডের কালীবাজার রোডে সোমবার রাতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দা মণিন্দ্র দেবনাথের ছেলে মনীশ দেবনাথের বাড়িতে লোকজনের অনুপস্থিতির সুযোগে দুষ্কৃতকারীরা হানা দেয়।

রাত প্রায় ১০টা নাগাদ বাড়ি ফিরে মনীশ দেবনাথ দেখেন গেটের তালা ভাঙা এবং ঘরের আসবাবপত্র তছনছ। অভিযোগ, চোরের দল লকার ভেঙে নগদ প্রায় ৭০ হাজার টাকা সহ এক লক্ষ টাকারও বেশি মূল্যের সোনার গয়না নিয়ে চম্পট দেয়।

ঘটনার খবর পেয়ে কদমতলা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। তবে শেষ পাওয়া খবর পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি।

মনীশ দেবনাথের দাবি, দুষ্কৃতকারীরা তাঁকে লক্ষ্য করেই পরিকল্পিতভাবে এই চুরির ঘটনাটি ঘটিয়েছে। তিনি ঘটনার সঠিক তদন্ত ও দোষীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande